পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৬ পীতাতঙ্কের প্রতিকার তাহার পর আর কেহ তাহাকে সেই স্থান হইতে ফিরিতে দেখে নাই । ভবিষ্যৎদশী হো-লি, হপ-সিংএর দলের লোক ; তিনি আপনাদের প্রতিদ্বন্দ্বী । জনরব শুনিলাম, তাহার গৃহে মধ্যে মধ্যেই অনেক অদ্ভুত কাণ্ড ঘটিতেছে।” r. ডাক্তার লু ক্রুদ্ধ দৃষ্টিত তাহার ভূত্যের মুখের দিকে চাহিয়৷ বলিল, “হো-লির এত সাহস, সে আমার দলের লোকদের হত্য করিবার জন্ত হত্যাকারী:দিগকে তাহাদের অনুসরণ করিতে পাঠায় ? আগামী কাল তাহার মৃত্যু অনিবাৰ্য্য । ই, আমার ব্যবস্থায় কাল

তাহাকে মরিতেই হইবে।” 来源 響 来源 皋 মহাজ্ঞানী দার্শনিক হো-লি ধীরে ধীরে করতালি দিলে তাহার দ্বিতীয় পত্নী তাহার সম্মুখে আসিয়া তামাক সাজিল এবং ছকটি সমাদর ভরে স্বামীর হাতে দিল । হো-লি ধুমপান করিতে করিতে তাঙ্গর দ্বিতীয় পত্নীকে সম্বোধন করিয়া বলিল, “হি-হী ! আমার প্রিয় ੇ হুে-টিংকে বল, আমি তাহার সঙ্গে দেখা করিতে চাই ।” 潮 হি-হী হো-লির আদরের পত্নী, তাহার প্রিয় পাত্রী। যদিও তাহার গর্ভে হো-লির দুইটি কন্যার জন্ম হইয়াছিল,এবং চীনা রমণীরা কন্যা প্রসব করিলে যদিও স্বামীর চক্ষুশূল হয়, তথাপি হো-লি হি-হীকে ভালবাসিত, সে দুই কন্যার জননী বলিয় তাহাকে উৎপীড়ন করিত না। হি-হী তাহার পরমপূজ্য স্বামীর আদেশ পালন করিলে হো-টিং পিতার স মুখে উপস্থিত হইল । সেই কক্ষে তখন অন্য কোন লোক উপস্থিত ন"থাকায় হো-লি তাহার পুত্রকে মৃদুস্বরে বলিল, “বৎস, তুমি কি নূতন সংবাদ জানিতে পারিয়াছ বল ।”