পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার Ꮼ,Ꮔ হোটিং বলিল, “মাননীয় মহাশয়, কুকুর ফু-চিং হতভাগ্য অ-টয়এর সন্ধান জানিবার জন্য তাহার সম্বন্ধে নানা কথা জিজ্ঞাসা করিতেছিল। এতদ্ভিন্ন সে হো-মিংএর দলের আশ্রিত একটি জুয়ার আড়ায় উপস্থিত হইয়াছিল । আমার বিশ্বাস, কতকগুলা দুষ্ট লোক আমার মহামান্য পূজনীয় পিতার প্রাণ বিনাশের চেষ্টা করিতেছে । তাহারা আপনার হত্যার জন্য কৃতসঙ্কল্প । দেখিয়া শুনিয়া আমার ধারণা হইয়াছে, জনরব হইলেও এই সংবাদ মিথ্য নহে ।” বিজ্ঞ দার্শনিক হো-লি তাহার আজ্ঞাবহ পুত্রের কথা শুনিয়া, মাথ৷ নড়িয়। সেই উক্তির সমর্থন করিয়া নলিল, “হাই-আই-আই ! তোমার একথ। আমি বিশ্বাস করি । এ পর্য্যস্ত অনেক লোকই আমাকে হত্যা করিবার চেষ্টা করিয়া আসিয়াছে ; তথাপি আমি তাহাদিগকে নিরাশ করিয়া এখনও জীবিত আছি।” তাহার পুত্র স্থো-টিং বলিল, “সে কথ্য সত্য , কিন্তু মাননীয় মহাশয়, এই লোকগুলার নিকট একপ্রকার স্বতীব্র বিষ আছে তাহা মনুযাদেহে প্রবেশ করিয়া অত্যন্ত বিস্ময়কর রহস্যপূর্ণ ফল উৎপাদন করে ! এই জন্যই মনে করিয়াছি—তাহারা ঐরূপ চেষ্টা আরম্ভ করিবার পূৰ্ব্বে আমি হো-মিংএর দলের কয়েকজন অনুচরকে ডাকিয়া বলিয়৷ দিব—তাহারা যেন একটি শবাধার লইয়া হত্যাকারীদের অমুসরণ করে । আমার মহাসম্মানিত পিতার মৃতদেহ পথের ষেখানে সেখানে দীর্ঘকাল অনাবৃত ভাবে পড়িয়া থাকিবে ও তাহ দেখিয়া নান৷ লোকে নানা প্রকার মন্তব্য প্রকাশ করিবে -আমার ন্যায় পিতৃভক্ত পুত্র তাহা কখন সহ করিতে পারিবে না।” - হে-লি বলিল, “ন। পুত্র, সেরূপ করিবার প্রয়োজন হইবে না। যাহা হউক, তোমার পিতৃভক্তির পরিচয় পাইয়া সুখী হইলাম, বুঝিতে