পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার 6 * জন লোককে এই রহস্য ভেদের জন্ত নিযুক্ত করা হইয়াছে ; তাহারা দিবা-রাত্রি ইহার সন্ধানে ঘুরিয়া বেড়াইতেছে।” ডি ডি বলিলেন, “তাহাদের চেষ্টার কি ফল হইয়াছে ?” ওয়াকার বলিল, “কিছুই না । আমরা সংবাদ পত্রেব স্বত্বাধিকারী, সম্পাদক, রিপোর্টার, সংবাদদাতা প্রভৃতির সহিত সাক্ষাৎ করিয়াছি । বড় বড় সিনেমা-কোম্পানীর মহাজন, ম্যানেজার, সংযোজক প্রভৃতির সহিত আলাপ করিরছি। এরোপ্লেনের আড্ডায় আড্ডার ঘুরিয়াছি ; কিন্তু কেহই ইহার রহস্য ভেদ করিতে পারে নাই । সকলেই বলে বিজ্ঞাপনের টাকা পাইয়াছে, তাই বিজ্ঞাপনট প্রকাশ করিতেছে । বিজ্ঞাপনটি যে অবৈধ, ইহার কোন প্রমাণ নাই ; কিন্তু যদি এই বিজ্ঞাপন প্রচারের কোন সরল উদ্দেশ্য থাকিত, ইহার কোন কুটার্থ ন। থাকিত, তাহা হইলে অনেক পূৰ্ব্বেই এই বিজ্ঞাপন প্রচারের কারণ আবিষ্কার করিতে পারিডাম । এ সম্বন্ধে আপনার যেরূপ ইচ্ছা ধারণা করিতে পারেন ; কিন্তু আমি জাতিতে স্কচ, আমাদের জন্মগত একটা সংস্কার আছে । আমি সেই সংস্কার দ্বারা পরিচালিত হইয়া থাকি।” ডি ডি বলিলেন, “তোমার সংস্কার, তোমারই থাক, তাহার আলোচনা আমি নিম্প্রয়োজন মনে করি । কিন্তু কথা এই যে, যদি ইহা কোন ব্যবসায়ের বিজ্ঞাপন হয় তাহা হইলে উহার বিজ্ঞাপনে যত টাকা খরচ করিতেছে, ব্যবসায় চালাইয়া তত টাকা তুলিতে পারবে না; এইজন্য আমার মনে হয় কোন পণ্য দ্রব্যের শ্রেষ্ঠত জন সমাজে প্রচারিত করিয়া তাহ সৰ্ব্বজন সমাদৃত কর.এই বিজ্ঞাপনের উদেখা নহে ; ইহার অন্ত কোন গুঢ় উদেশ্ব আছে, তুমিও বোধ হয় তাহ স্বীকার করিবে ; কিন্তু এ সম্বন্ধে তোমার ধারণা” কি ? তুমি কিরুপ সিদ্ধাস্ত কেরিয়াছ ? তাহা সত্য না হইতেও পারে, কিন্তু বলিতে দোষ কি ?”