পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার Woo, অতঃপর হু-উও নামক দীর্ঘদেহ চীনাম্যানটি হো-লির সম্মুখে আনীত হইল। সে বিপ্লববাদীদের সহকৰ্ম্মী ; দুর্জন বলিয়া তাহার দুনাম ছিল । হো-লি তাহাকে দেখিলেও প্রথমে কোন কথা বলিল না । তাহার স্ত্রী গরম জল ও তোয়ালে আনিয় তাহার সম্মুখে রাখিলে সে মুখ ধুইয়া হাত মুখ মুছিল । তাহার পর তাহার স্ত্রী প্রস্থান করিলে সে আগন্তুকের মুখের দিকে চাহিয়া বলিল, “আই-ইয়া ! আমি কি কুকুরেরও অধম যে, নিজের ঘরেও আমি শাস্তি ভোগ করিতে পারিব না ?—হু-উও, তোমার কি বলিবার অাছে বলিতে পার । আমি সুবিবেচক হো-টিংএর নিকট জানিতে পারিয়াছি, তুমি কোন বিষয় সম্বন্ধে উপদেশ লাভের আশায় আমার সঙ্গে দেখা করিতে আসিয়াছ ।” আগস্তুক মাথ নাড়িয়া বলিল, “হে মহাজ্ঞানী, আপনি যে কথা শুনিয়াছেন তাহা সত্য । কয়েকটি গভীর চিস্তার আলোড়নে আমার উদর বিদীর্ণ হইবার উপক্রম ; এজন্য বড়ই কষ্ট পাইতেছি ।” হোলি বলিল, “বটে, তবে ত তোমার অবস্থা বড়ই সঙ্কটাপন্ন ! তোমার উদরকে ওভাবে নিপীড়িত করিয়া লাভ নাই, অতএব তোমার মনের কথা খুলিয়া বলিয়া উদরের দুৰ্ব্বহ ভার লঘু কর ।” হু-উও বলিল, “প্রভু, একটি স্ত্রীলোক সম্বন্ধে অপনাকে কোন "কথা বলিতে আসিয়াছি ।” হো-লি আগ্রহ ভরে বলিল, “বটে ? তা, আমার নিকট তোমার কি প্রার্থনা ?” হু-উও বলিল, “উপদেশ । আপনার ন্যায় মহাজ্ঞানী তত্ত্বক্সের উপদেশ মহামূল্য –আপনি আমাকে বলুন যদি আপনার কোনও