পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԳՀ পীতাতঙ্কের প্রতিকার একজন শ্বেতাঙ্গ ডাক্তারের নিকট হইতে উহ! পাইয়াছি, এবং তাহার উপদেশে উহা ব্যবহার করিতেছি । ইহা ব্যবহার করিলে আমার হাতের ক্ষত আরোগ্য হইবে বলিয়া তিনি আমাকে ইহা সৰ্ব্বদা ব্যবহার করিতে উপদেশ দিয়াছেন।” হো-লি বলিল, “তুমি শ্বেতাঙ্গ ডাক্তারের উপদেশ গ্রহণ করিয়াছিলে বলিলে ; কোন চীনাষ্যান ডাক্তারের উপদেশ গ্রহণ করাই কি প্রথমে তোমার উচিত ছিল না বিজ্ঞ হু-উও ?” হু-উও বলিল, “ই মহাজ্ঞানী, আমি চিনাম্যান ডাক্তারেরও উপদেশ গ্রহণ করিয়াছিলাম। সেই চীনাম্যান ডাক্তার আমার হাতের ক্ষত পরীক্ষা করিয়া বলিয়াছিলেন—শয়তানের কু-দৃষ্টিতে আমার করতলে ঐরূপ ক্ষত হইয়াছে ; সুতরাং যদি আমি পূজা মানত করি তাহা হইলে এই ক্ষত আরোগ্য হইতে পারে ; হাতের ফুলাও টুটিয়া যাইবে । কিন্তু পূজার বিস্তর টাকা খরচ হইবে শুনিয়া আমি বিদেশী ডাক্তারের উপদেশ গ্রহণ করিতে বাধ্য হইয়াছিলামু ; সে আমার নিকট পীচ শিলিং মাত্র ফি গ্রহণ করিয়াছিল। মহাজ্ঞানী কনফুসি বলিয়াছেন— ‘অল্প ব্যয়ে যে কাৰ্য্য সমাধা হয় সেই কাযে যে ব্যক্তি বহু অর্থ ব্যয় করে, তাহার নির্বুদ্ধিতার জন্য তাহাকে অনুতাপ করিতে হয় ।” হো-লি বলিল, “তাহ হইলে তোমার মত মিতব্যয়ী বিজ্ঞ লোক আমাকে টাকা-দিয়া ক্ষতিগ্রস্ত হয় ইহা অামি ইচ্ছা করি না । আমি দার্শনিক, লোকের ভাগ্য-পরীক্ষক, ভবিষ্যৎদশী, আমি যাহাকে যাহা । বলি, তাহা নিফল হয় না। আমি অর্থকে তুচ্ছ মনে করি । এ অবস্থায় যদি তুমি নোটগুলি ফেরত লইয়া যাও—তাহা হইলে আমি দুঃখিত হইব না। ঐ নোটগুলি তুমি তুলিয়া লও ; তাহাতে আমি আনন্দই লাভ করিব।” 甲 العراق و