পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

CN ჯ, পীতাতঙ্কের প্রতিকার ওয়াকার সেই কক্ষের রক্ষীকে বলিল, “যদি এই কয়েদী তোমাকে কোন কথা জিজ্ঞাসা করে—তাহা হইলে তাহার প্রশ্নের উত্তর দিও ন: ; উহার সহিত বোবার মত ব্যবহার করিবে ; কোন কথা বলিবে না । কেহ উহার সহিত দেখা করিতে আসিলে তাহার সহিত দেখা করিতে দিবে না । জানালার বাহিরে কেহ আছে শুনিলে তোমার ব্যস্ত হইবার প্রয়োজন নাই ; আমি জানালার বাহিরেও দুই জন প্রহরী মোতায়েন করিয়াছি । ঐ দিকে তাহারা পাহারায় আছে । আমি এথন নীচে যাইতেছি।” ওয়াকার তাহার কোট ও টুপি লইবার জন্য আফিসে প্রবেশ করিল, তাহার পর সিড়ি দিয়া নীচে নামিয়া গেল ; কিন্তু তখনও তাহার মুখ গম্ভীর, চিন্তাকুল । তাহার মন কোন অতর্কিত বিপদের আশঙ্কায় ব্যাকুল । 紫 来源 本 * রাত্রি তিনটা দশ মিনিটের সময় বারান্দার আলো হঠাৎ নিবিয়া গেল ; সেই সুদীর্ঘ বারান্দা গাঢ় অন্ধকারে আচ্ছন্ন হইল । এই ভাবে বৈদ্যুতিক আলো নিৰ্ব্বাপিত হওয়ায় প্রহরীত্রয় বিস্ময়ে অভিভূত হইল । সার্জেণ্ট হল তাড়াতাড়ি কয়েদীর প্রকোষ্ঠের দিকে অগ্রসর হইল । তাহার ধারণ হইল আলো হঠাৎ নিবিয়া গেল, ইহা অকারণ নহে। সেই মুহূর্বে তাহার মস্তকে প্রচণ্ড বেগে আঘাত হইল ; যেন কেহ তাহার মাথায় হাতুড়ি কিল ! সেই আঘাতে সে অচেতন হইয়া বারাষ্ট্ৰীয় লুটাইয় পড়িল । সেই অট্টালিকার ভারপ্রাপ্ত কৰ্ম্মচারীদের একজন ব্যগ্র ভাবে বলিল, “শীঘ্র ম্যাচ জালে।”—তাহীদের কাহারও নিকট বিজলিবাতি ছিল না । হঠাৎ কাহারও হাতে হাতকড়ি অঁাটিবার শব্ব হইল,