পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\g পীতাতঙ্কের প্রতিকায় ওয়াকার মুহূৰ্ত্তকাল নীরব থাকিয়া বলিল, “আমার অনুমান ?— আমার অনুমান, ইহা কোন অবৈধ প্রতিষ্ঠানের বিজ্ঞাপন । সম্ভবতঃ তাহা কোন অপরাধ-জনক কার্য্যের সমর্থন করে ।” ওয়াকারের কথা শুনিয়া ডি ডির মুখভাতের কোন পরিবর্তন হইল না ; তাহার কথা তিনি অবিশ্বাস্ত্য বলিয়া উড়াইয়াও দিলেন না । তিনি গম্ভীরভাবে ধীরে ধীরে বলিলেন, “তোমার কথা শুনিয়া মনে হইতেছে তুমি আমার নিকট কোন কোন কথা গোপন করিতেছ। আমি তাহা প্রকাশ করিবার জন্য তোমাকে পীড়াপীড়ি করিব না ; তবে তুমি সন্দেহ করিয়াছ-এ-সম্ভবতঃ উহা কোন অবৈধ সমিতির বিজ্ঞাপন । তোমার এরূপ সন্দেহের হেতু কি, তাহা আমার নিকট প্রকাশ করিতে তোমার কোন আপত্তি আছে ?” ওয়াকার ধীরে ধীরে বলিল, “পল—জিওফ্রি পলের কথা আপনার স্মরণ হয় কি ? বোধ হয় আপনার স্মরণ নাই ; কারণ একবার মাত্র আমরা তাহাকে হাতে পাইয়াছিলাম ; সে সময় আপনি পুলিসের চাকরীতে প্রবেশ করিয়াছিলেন কি না মনে পড়ে না । সে বহুদিন পূর্বের কথা ।” 출 ডি ডি মাথা নাড়িয়া বলিলেন,“না,সেই লোকটার কথা আমার স্মরণ নাই; তাহার প্রসঙ্গে পূৰ্ব্বে কোন কথা শুনিয়াছি বলিয়াও মনে হয় না।” এ কথায় ওয়াকার কেরানী জোন্সকে পুনৰ্ব্বার আহবান করিল। জোন্স তাহার সম্মুখে আসিলে সে তাঁহাকে বলল, “তুমি এখনই Nattrastari ( Record ro; gم( গিয়া মহাফেজের নিকট হইতে জিওফ্রি পলের অপরাধ-সংক্রান্ত নথিপত্রগুলি লইয়া এসো। ১৯১০ সালে যাহাদের অপরাধের বিচার হইয়াছিল,সেই সকল আসামীর নামের তালিকা হইতে ঐ সকল নথিপত্রের সন্ধান মিলিবে ।” \