পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার 속 জোন্স একটা পুরাতন ফাইল লইয়া কয়েক মিনিট পরে ফিরিয়া আসিলে ওয়াকার তাহ। তাহার হাত হইতে লইয়া জিওফ্রি পলের অপরাধ-সংক্রান্ত কাগজ পত্র দেখিতে লাগিল । সেই সঙ্গে একখানি ফটো ছিল ; ডি ডি সেই ফটোখানি পরীক্ষা করিয়া পলের চেহারার বিশেষত্ব লক্ষ্য করিতে লাগিলেন। তাহার চুলগুলি কালে, কোকৃড়ান ; নাকট। লম্বা ; মুখে বসস্তের দাগ। ফটোখানির নীচে লেখা ছিল—“জন জিওফ্রি পল—এম, টি, এস, ”—এই ‘এম, টি, এস কারাগারের, কয়েদীদের প্রতি প্রযুক্ত একটি সাঙ্কেতিক শব্দ। উহার অর্থ—‘এই আসামী তিনবার জেল খাটিয়াছে।’ O ডি ডি অপরাধীর সজিক্ষপ্ত বিবরণ পাঠ করিতে লাগিলেন ।—পল রুসিয়ার মস্কেী নগরে জন্মগ্রহণ করিয়া যৌবনারম্ভেই ইংলণ্ডে আনীত হইয়াছিল । রসায়ন বিদ্যায় সে অভিজ্ঞতা লাভ করিয়াছিল, এবং মিডল্যাণ্ডের কোন বিশ্ববিদ্যালয় হইতে উপাধি পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছিল.। দুইবার কারাদণ্ড ভোগের পর তৃতীয় বার অপরাধ করায় সে নিৰ্ব্বাসিত হইয়াছিল । তাহার পর সে ইংলণ্ডে ফিরিয়া আসিয়া চারি বৎসর পুলিশের অজ্ঞাতসারে নানা স্থানে লুকাইয়া বেড়াইয়াছিল। সেই চারি বৎসর তাহাকে গ্রেপ্তার করিবার জষ্ঠ বহু চেষ্টা করিয়া অবশেষে পুলিশ তাহাকে ধরিতে পারিয়াচিল । তাহার অপরাধ প্রতিপন্ন হওয়ায় পুনৰ্ব্বার তাহাকে কারাগারে প্রেরণ করা হইয়াছিল, এবং সেই দণ্ড ভোগের পর ১৯১৩ খৃষ্টাব্দে মুক্তি লাভ করিবামাত্র তাহাকে গ্রেপ্তার করিয়া আবার নির্বাসিত করা হইয়াছিল । তাহার পর ইংলণ্ডে তাহার সম্বন্ধে ၎ီးနှံ কথা জানিতে পারা যায় নাই –নথি-পত্রে তাহার সম্বন্ধে আর কোন কথার উল্লেখ ছিল না । আমাদের দেশে দেখিতে পাওয়া যায় অনেকে দীর্ঘকাল কারাদণ্ড