পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার سbعb. দলপতি চীনাম্যান তাহার সম্মুখে আসিয়া বলিল, “তোমার হুস হইয়াছে দেখিতেছি ! তবে তুমি সম্পূর্ণ স্বস্থ হইয়াছ বলিয়া মনে হয় ন৷ ” ওয়াকার বলিল, “না, আমি সুস্থ হইতে পারি নাই ; কিন্তু সে কথা তোমাদের জানিবার কি প্রয়োজন ? তোমরা কে ?” দলপতি হাসিয়া বলিল, “স্থবিখ্যাত ডাক্তার লু নামে আমি পরিচিত ; তবে আমার নাম শুনিয়া তোমার কোন লাভ আছে বলিয়া মনে হয় মা। তুমি পূৰ্ব্বে কোনও দিন আমার নাম শুনিয়াছ বলিয়া মনে হয় না ।” ওয়াকার বলিল, “সবুজ ত্রিভুজ সম্প্রদায়ের সহিত তোমার কি সম্বন্ধ তাহা আমি জানিতে চাই। তুমি কি তাহদের হিসাব-পরীক্ষক, না সহকারী সম্পাদক ? মৃদুস্বরে আমার প্রশ্নের উত্তর দাও ; কারণ আমার মাথার অসুখ, উচ্চৈঃস্বরে কথাখনলিলে আমার কষ্ট হইবে।” ^, ডাক্তার লু বলিল, “আমি সম্প্রদায়ের অধ্যক্ষ ।” ওয়াকার বলিল, “আমি বিপ্লবীদের দলপতির অতিথি—এ সংবাদ শুনিয়া যথেষ্ট সম্মানিত হইলাম। যদি পূৰ্ব্বে এ কথা জানিতে পারিতাম তাহা হইলে আমি আমার সান্ধ্য পরিচ্ছদে ভূষিত হইয়া আসিতাম। আমাকে আটক করিয়া তোমাদের কোন উদ্দেশু সিদ্ধ হইবে তাহ জিজ্ঞাসা করিতে পারি কি ?” ডাক্তার লু তাহার দীর্ঘ অঙ্গুলি দ্বারা গাল চুলকাইতে চুলকাইতে । বলিল, “তোমার ভাগ্যফল টু-চ্যাং-কুইর ( ভাগ্যদেবীর ) মর্জির উপর নির্ভর করিতেছে । আমি মনে করিয়াছি তোমার দেহে একটি নূতন বিষের ক্রিয়া পরীক্ষা করিব।” ওয়াকার বলিল, “বটে! তোমার এতদূর স্পৰ্দ্ধা ?” *