পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సాe পীতাতঙ্কের প্রতিকার গুণ্ডাটার মত বলবান নহি, কিন্তু আমার কৌশলের অভিজ্ঞতা উহার অপেক্ষা অধিক ৷” * ডাক্তার লু বলিল, “আই-ইয়া ! তুমি বেশ ভাল কথা বলিয়াছ । শরীরের শক্তি পরীক্ষার জন্য উহার সঙ্গে কুস্তি লড়িবে ? বেশ, তোমাদের যুদ্ধ দেখিয়া আমোদ লাভ করিতে আমার আপত্তি নাই। আমরা তোমাকে ; হত্যা করিবার পূৰ্ব্বে কিঞ্চিৎ আনন্দ উপভোগ করিতে পারিলে সে সুযোগ ত্যাগ করিতে ইচ্ছা করি না ।” ওয়াকার বলিল, “তাহা হইলে তোমরা আমাকে হত্যা করিবার সঙ্কল্পেই এখানে আসিয়াছ ?” ডাক্তার লু বলিল, “পুলিশ যদি আমাদের সহযোগী ডিভটকে বিনা-সৰ্ত্তে মুক্তিদান না করে, তাহা হইলে বিষ প্রয়োগে বা অন্য উপায়ে তোমাকে হত্যা করিব— ইহাই আমাদের স্থিরসঙ্কল্প ।” ওয়াকার বলিল, “তাহা হইলে তোমাদের সাধু সঙ্কল্প অবিলম্বে কাৰ্য্যে পরিণত না করিলে উপায় নাই ; কারণ আমার প্রাণ রক্ষার জন্য পুলিশ ডিভটকে তোমাদের হস্তে অপণ করিবে না। আমার প্রাণের বিনিময়ে এ কায তাহারা কখন করিবে না। এখন তোমরা ত্মামাকে হাতে পাইয়া হত্যা করিলে লণ্ডনের পুলিশ তোমাদের দলের সকলকে খুজিয়া বাহির করিয়া গ্রেপ্তার করিবে ; তাহার পর তোমাদের ফাপি হইবে।” ডাক্তার লু সিগারেটের কাগজে তামাকের গুড়া জড়াইতে জড়াইতে বলিল, “যদি তুমি তাহাদিগকে তোমার বিপদের কথা জানাইয়া ডিভটকে ছাড়িয়া দিতে পত্র লেখ, তাহা হইলে তাহারা তোমার অমুরোধ রক্ষা করিতে পারে।” < . ওয়াকার বলিল, “তোমার মনের কথা বুঝিতে পারিয়াছি । ৰঞ্জি