পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯২ পীতাতঙ্কের প্রতিকার করিব—এইরূপই স্থির করিয়াছি । আমি স্থির করিয়াছি এ মাসে দুইশত লোককে মৃত্যুমুখে নিক্ষেপ করিব । পুলিশকে তুমি কখন অকুরোধ-পত্র লিখিবে তাহা কোয়ানকে বলিতে পার । সে তোমার কারারক্ষীর কার্য্যে নিযুক্ত হইয়াছে।” ডাক্তার লু আর কোন কথা না বলিয়া ধীরে ধীরে থপ, থপ, করিয়া পা ফেলিয়া সেই কক্ষ ত্যাগ করিল। অন্য দুই জন চীনাম্যানও নিঃশব্দে তাহার অমুসরণ করিল। ওয়াকার সেই অন্ধকারাচ্ছন্ন কক্ষে একাকী বসিয়া রহিল ; সে পুনর্বার বন্ধন-শৃঙ্খল ছিড়িবার জন্য যথাসাধ্য চেষ্টা করিল। সে তাহার সঙ্কটজনক অবস্থা বুঝিতে পারিল । সে জানিত সেই কক্ষ ত্যাগ করিয়া স্বাধীনভাবে লণ্ডনের পথে পদার্পণ করা, তাহার সহকৰ্ম্মীগণের সহিত যোগদান করা তাহার সাধ্যাতীত ; কিন্তু তাহার মুক্তি লাভের চেষ্টা সফল হইবার আশা না থাকিলেও সে সেই কারণ কক্ষে নিশ্চেষ্ট ভাবে বসিয়া থাকা সঙ্গত মনে করিল না । ওয়াকার যে গুদাম-ঘরে আবদ্ধ হইয়াছিল তাহা নদীতীরে অবস্থিত । নদীতে যে সকল মোটর-বোট, ষ্টীমার বিচরণ করিতেছিল তাঙ্গাদের বংশিধ্বনি তাহার কর্ণগোচর হওয়ায় সে নদীর সান্নিধ্য বুঝিতে পারিয়াছিল। এতদ্ভিন্ন অদূরবর্তী নদীর জল-প্রবাহের কলধ্বনিও তাহার কর্ণকুহরে প্রবেশ করিতেছিল। হঠাৎ তাহার মনে হইল ব্রোয় ক্রিসানথিমমের ষ্ট্রটও হয় ত তাহার কারাকক্ষের অদূরে অবস্থিত । ওয়াকার এই সকল কথা চিন্তু করিতেছিল, সেই সময় কারাকক্ষের দ্বার পুনৰ্ব্বার উদঘাটিত হইল। কোয়ান-হি এক পেয়ালা চা ও চাউলের গুড়া দ্বার নিৰ্ম্মিত কয়েকখানি পিষ্টক লইয়। সেই কক্ষে পুনঃ-প্রবেশ)