পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার ε: @ সে জন্য কৈফিয়ং দিতে হইত না । সে সহকারী কমিশনারকে বিপ্লবী সম্প্রদায়ের দমন-চেষ্টায় যথেষ্ট সাহায্য করিতেছিল ; তাছার সহিত পরামর্শ করিয়া রহস্যভেদের চেষ্টা করিতেছিল। কিন্তু যেদিন বিপ্লববাদীদের আডড খানাতল্লাসের ফলে কয়েকজন বিপ্লববাদী ধরা পড়িলে তাহাদিগকে কারারুদ্ধ করিবার পর পিয়ারসন যখন ওয়াকারের সহিত পরামর্শ করিবার জন্ত ব্যাকুল হইয়াছিলেন, ওয়াকার সেই সময় তাহাকে কোন সংবাদ না দিয়া হঠাৎ অদৃশ্য হওয়ায় তাহার বিপদের আশঙ্কায় তিনি ভীত হইলেন । পুলিশের সদর আড়া হইতে হেনরী ডিভটকে পেণ্টনভিলের কারাগারে প্রেরণ করা অত্যন্ত প্রয়োজনীয় কাৰ্য্য ; ওয়াকার এ বিষয়ে তাহাকে সাহায্য না করিয়া অনুপস্থিত থাকায় ডি ডির মন নানা সন্দেহে আন্দোলিত হইতে লাগিল । পিয়ারসন আফিসের সর্জেণ্টকে ১ওয়াকারের সংবাদ জিজ্ঞাসা করিলে সার্জেণ্ট বলিল, “ন। মহাশয় আমি ইন্‌স্পেক্টর ওয়াকারকে আফিস ত্যাগ করিতে দেখি নাই ; আমি দুই ঘণ্টামাত্র এখানে পাহার। দিতেছি, তাহার পূৰ্ব্বে তিনি চলিয়া গিয়াছেন কি না বলিতে পারি ন। যদি আমার এখানে আসিবার পূৰ্ব্বে ইনস্পেক্টর বাহিরে গিয়া থাকেন, তাহা হইলে মাসর্ণলের তাহা জানা থাকিতে পারে।” ডি ডি জিজ্ঞাসা করিলেন, “মাসালের বাসা কোথায় জান ?” সার্জেণ্ট বলিল, “হামষ্টেডের হাঁথমুর রোড়ে তাহার বাসা ।” ডি ডি বলিলেন, “তাহার বাসায় ফোন আছে ?” সার্জেণ্ট বলিল, “সামান্য একখান ছোট বাড়ীতে সে বাস করে, সে বাড়ীতে টেলিফোন আছে বলিয়া মনে হয় না।” ডি ডি বলিলেন, “আরও কিছুকাল অপেক্ষা করিয়া দেখি, ইতিমধ্যে ইনস্পেক্টর আসিতেও পারে।”