পাতা:পুণ্ডরীককুলকীর্ত্তিপঞ্জিকা.djvu/১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ه وه ভূমিকম্পের পর পরিত্যক্ত জঙ্গলরাশির মধ্যে স্কার একখানি ভুগোট কাগজে লেখা পুথি পাওয়া যায়। এই দুই খানি পুথির পাঠ উদ্ধারের পর পঞ্জিক। প্রকাশযোগ্য অবস্থা প্রাপ্ত হয়। গুগুরাককুলকীৰ্ত্তিপঞ্জিকা গ্ৰন্থখানি প্রায় দুই শত বৎসর পূৰ্ব্বে বংশীবদন নামক ব্রাহ্মণের রচিত। সে সময়ে সন্তোষ রায় ও তাহার পুত্র ও পৌত্ৰগণ জীবিত ছিলেন । তৎপরবর্তী কালের বৃত্তান্ত সংগ্ৰহ করিতে কিছু কষ্ট পাইতে হইয়াছে। অনুসন্ধানে দুইটি মোকদ্দমার দুই থানি বিভিন্ন ফয়শালা পাইয়াছিলাম ; এক খানি পারসীতে লেখা ; আর এক থানি মূল কাগজের বাঙ্গালায় তল্পমা। এই দুই খানি ও অন্ত নানাবিধ কাগজপত্র অবলম্বন করিয়া পঞ্জিকার পরবর্তী শত বৎসরের বৃত্তান্ত সঙ্কলন করা গেল । এইরূপে তিনশত বৎসরের ধারাবাহিক বিবরণ সংগৃহীত ও পরিশিষ্ট মধ্যে সঙ্কলিত হইল । মূলের অনুবাদ ও পরিশিষ্টের সমগ্র ভাগ প্রকাশকের লিখিত । পুণ্ডরীককুলকীৰ্ত্তিপঞ্জিকার প্রকাশক পুণ্ডরীককুলের সহিত চারি পুরুষ ব্যাপিয়া অচ্ছেদ্য আত্মীয় সম্পর্কে আবদ্ধ ; এই পঞ্জিকা প্রকাশ করিয়া আমি আমার একটা প্রধান কৰ্ত্তব্য সম্পাদন করিলাম মাত্র । কলিকাতা ১৩০৭ সাল, ভাদ্র । | শ্রীরামেন্দ্রসুন্দর ত্ৰিবেদী । ভমসংশোধন ৫৬পৃঃ ১৯ পংক্তিতে ১১৯৭ সাল ১৬৯৭ খৃঃ অব হইবে। ঐ পৃষ্ঠে নিয়ামত থাকে নগরের পাঠান জমিদার বলা হইয়াছে। এই গল্পটি কোথায় পাইয়াছি, স্মরণ হইতেছে না । নিয়ামত খা নগরের জমিদার কি অন্ত কোন স্থানের জমিদার, সন্দেহ বোধ झहे८डप्झ् । -