পাতা:পুণ্ডরীককুলকীর্ত্তিপঞ্জিকা.djvu/১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথমঃ পরিচ্ছেদঃ (t বিজিত্য সবিতা ক্ষিতাবিতরভূমিপাল্লীলয়া স্ববাহুবলতোহভূনক তদধিকারভূমণ্ডলম্। ততোহধিকমচীকরল্লিবিমধাশদিল্লীশ্বরাদযতো গমনমাত্রতস্থিতি তু তন্মহৎ পৌরুষম ॥ ১২ ॥ সবিতাহখিলন্ত সবিতা সবিতাসে পুণ্ডরীকাণাম । যদবধি ববিতাস্মাকং ভবিতা কীৰ্ত্তিপ্রসূতয়ে তেষাম ॥ ১৩ ৷ ইতি পুণ্ডরীককুলকীৰ্ত্তিপঞ্জিকায়াং প্রথমঃ পরিচ্ছেদঃ ১২ । সবিতা অন্তান্ত ভূপতি দিগকে অনায়াসে বাহুবলে জয় করিয়া তাহাদের ভূমি অধিকার করিয়াছিলেন, এবং দিল্লীশ্বর হইতে আপন সনন্দের অধিকার বাড়াইয়াছিলেন। গমনমাত্রেই তিনি অনুমতি পাইলেন, তাহার এমন ক্ষমতা ছিল । ১৩ । সবিতা অখিল জনগণের পক্ষে স্বর্য্যস্বরূপ ছিলেন, ও পুণ্ডরীকগণের পক্ষে ও সুর্য্যস্বরূপ ছিলেন । আমাদের কবিতাও তাহাকে আরম্ভ করিয়া পুণ্ডরীকগণের কীৰ্ত্তিপ্রচারের জন্ত নিযুক্ত হইবে ।