পাতা:পুণ্ডরীককুলকীর্ত্তিপঞ্জিকা.djvu/১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয়ঃ পরিচ্ছেদঃ ইত্থং যেন পুরোদিতশ্চ সবিতা রায়ো হি ভূমীতলে ফত্তেসিংহমুখক্ষিতি প্রমধি যঃ শ্ৰীমানসে দীক্ষিতঃ । তদ্বংশান শৃণু বিস্তৃতানিহ যথা হে ধীর পুণ্যোদয়ান শ্ৰীমদ্ভাগবতেতিহাসকপিতান শ্ৰীসূৰ্য্যবংশানিব ৷ ১ ৷ শূর শুরগণৈস্থতশ্চ সবিতুঃ পুত্রোইভবদ্ধারিাক। নাম্বৈকঃ সুকৃর্তা শিপাৰ্চনরতিঃ শ্ৰীমানসে দীক্ষিতঃ । নাম্বা শ্ৰীঅজয়ী সমঃ পিতৃ গুণৈরন্যশ্চ সৎসম্মতো ধীরে তুল্যপরাক্রমে চ জনিতে শৌর্য্যৈরুভে ভ্রাতরে ॥ ২ ॥ জাতেহেসে ভুবি ধারিকস্য তনয়ঃ খ্যাত্যা ক্ষিতে গঙ্গনে গঙ্গীভক্তিরতঃ সপত্নদলনঃ সল্লোকসম্পালকঃ । আসন ধৰ্ম্মপর উমাদি-কমলা-কস্ত রি-রায়াস্ত্ৰয়ঃ পুত্র ভুরি গুণান্বিত। হাজয়িনো গোবিপ্ররক্ষাসবঃ ॥৩ ৷ ১। শ্রমান সবিতা রায় দীক্ষিত এইরূপে পুরাকালে ভূমিতলে ফত্তেসিংহ স্বরূপ অচলে উদিত হইয়াছিলেন ; ভাগবতেতিহাসকথিত স্থৰ্য্যবংশের হ্যায় র্তাহার বংশ বিস্তৃত ও পবিত্র ; সেই বংশের কথা সকলে শ্রবণ করুন । ২ । সবিতার ধারিক দীক্ষিত নামে বীরগণ-বন্দিত শিবাচনপ্রিয় সুকৃতি বীৰ্য্যধান এক পুত্র ছিল। তাহার দ্বিতীয় পুত্রের নাম অজয়ী ; তিনিও গুণে পিতার সমান ও সাধু লোকের সম্মানের পাত্র ছিলেন। উভয় ভ্রাতাই ধীর এবং তুল্যপরাক্রমশালা ছিলেন । ৩ । ধারিকের গঙ্গন নামে পুত্র জন্মে ; তিনি গঙ্গাভক্ত, শত্রুদমন ও সাধুপালক ছিলেন । অজয়ীর উমারায়, কমলা রায় ও কস্তুরি রায় মে গোব্রাহ্মণপ্রতিপালক বহুগুণবান তিন পুত্র জন্মিয়াছিল।