পাতা:পুণ্ডরীককুলকীর্ত্তিপঞ্জিকা.djvu/২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S R পুণ্ডরীককুলকীর্তিপঞ্জিক। হরিং হরং মাতরমম্বিকাঞ্চ ' সমানভাবেন গুরুং যজেদযঃ । জয়ী সদা স্বেস্টবলেন রাজা বিরাজতে শ্ৰীযদুনন্দনোইয়ম ॥ ১১ ॥ তত্ৰ সভ্যদ্বিজ শীঃ । বিদ্ধৈকদা ত্রিপুরমেকশবেণ দগ্ধ, স্থিত্ব হরেকৃষভরূপধরস্ত পৃষ্ঠে । যোহসে জগন্ত্ৰিতয়মেব ররক্ষ তেভ্যে। দেবো ভবো ভবতু বঃ সততং ভবায় ॥ ১২ ৷ গোবৰ্দ্ধনং সবলমেককারণ ধৃত্ব। জিত্বা হরিং প্রলয়মেঘগণেন সদ্ধং । যে গোকুলং সপশুগোপকুলং ররক্ষ স শ্ৰীহরিহরতু বঃ কলিক লাষাণি ॥ ১৩ ॥ কালী করালকরবালকরা করে।তু ত্বং কণ্টকেষু কুপিত কঠিনং কটাক্ষম। ১১ । রাজা যদুনন্দন বিষ্ণু,হর, অম্বিক, মাতা ও পিত৷ ই হাদিগকে সমানভাবে উপাসনা করিয়া সৰ্ব্বদা স্ববিক্রমে জয়শীল হইয়। বিরাজ করিতেছেন । [ তাহার সভাস্থ ব্রাহ্মণগণের আশীৰ্ব্বাদ —১২ । বৃষরূপধর ইন্দ্রের পৃষ্ঠে আরোহণ পূৰ্ব্বক যিনি একবাণের দ্বারা ত্রিপুর দহন করিয়া অসুরগণ হইতে ত্ৰিজগৎ রক্ষা করিয়াছিলেন, সেই দেব মহেশ্বর সর্বদা আপনার মঙ্গল করুন । ১৩ । মিনি এক হস্তে গোবদ্ধন ধরিয়া প্রলয়মেঘগণসহ ইন্দ্রকে জয় করিয়া পশু ও গোপকুল সমেত গোকুলনগর রক্ষণ করিয়াছিলেন, সেই শ্ৰী হরি আপনার কলিকলুষ হরণ করুন।