পাতা:পুণ্ডরীককুলকীর্ত্তিপঞ্জিকা.djvu/২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>W。 পুণ্ডরীককুলকীর্তিপঞ্জিক। গঙ্গাসঙ্গমতস্তথৈব মিলিত ঘটাপ্রঘটাম্বিত৷ দ্বারি দ্বারি মহাবিমৰ্দ্দরিহিতা বিস্তারিতা প্রাঙ্গণে ॥ ২৩ ॥ শস্তোদর্শনলালসা শিববলিব্যাসক্তহস্ত দিব দ্বারস্থৈনিহত দ্বিজৈ দৃঢ়তরৈরাচ্ছাছ তাংস্তান বলীন । রাত্রে প্রাঙ্গণমঙ্গনাগণযুতং প্রত্যেকদীপান্বিতং যামং যামমভূচ্ছিবস্ত বিধিবৎ পূজা চ নানোৎসবৈঃ ॥ ২৪ ৷ নানাদেশি সদেশিলোকনিবহৈঃ সংযুক্তকোলাহলৈনানাকৌতুকমঙ্গলৈরপি যুতা সংযুক্ততেীর্য্যত্রিকৈঃ। নানার্থক্রয়বিক্রয়ান্বিতবণিকসংঘশ্চ দীপান্বিতৈবাটী শ্ৰীকপিলেশ্বরস্ত শুশুভে লোকাঃ সুখং জাগ্ৰতি ॥ ২৫ ॥ কেচিৎ স্বর্ণবিচিত্রচিত্রমদদুঃ কেচিৎ স্ৰজং কাঞ্চনীং কেচিদ্রাজতমুদ্রিকাদিরচিতং চন্দ্রাতপং চামরম।

  • --

২৩। গঙ্গা হইতে শিবমন্দির পর্য্যন্ত মনুষ্য ঘনশ্রেণীবদ্ধ হইয়া থাকিত , সুন্দরী স্ত্রীগণের গতায়াত সংঘর্ষে সেই মনুষ্যশ্রেণী আকুলিত হইত ; মনুষ্যগণ গঙ্গার ঘাট হইতে আসিয়া দ্বারের নিকট উপস্থিত হইলে কোলাহল উপস্থিত হইত ও পরে তাহারা মন্দিরের প্রাঙ্গণে ছড়াইয়া পড়িত । ২৪ । দিনের বেলায় সকলে শিবদর্শনাকাজক্ষার পূজার সামগ্রী হস্তে উপস্থিত হইলে দ্বারস্থ দ্বিজগণের সংঘট্টে সেই সকল সামগ্ৰী আচ্ছাদন করিয়৷ রক্ষা করিতে হইত। রাত্রিকালে প্রাঙ্গণ দীপান্বিত ও স্ত্রীগণপূর্ণ হইত। এইরূপে প্রতি প্রহরে নানা উৎসব সহকারে বিধিপূৰ্ব্বক পূজা হইত। ২৫ স্বদেশীয় ও বৈদেশিক নানা লোকের মিশ্রণে কোলাহল উৎপন্ন হইত ; বাদ্যসহকারে নানা মাঙ্গলিক কৌতুক ঘটিত ; নানা সামগ্ৰী ক্রয় বিক্র য়ার্থ সমাগত বণিকৃদিগের দীপালোকিত দোকান বসিত । এইরূপে কপিলেশ্বরের বাটা শোভা ধারণ করিত, ও লোকে আনন্দে জাগরণ করিত।