পাতা:পুণ্ডরীককুলকীর্ত্তিপঞ্জিকা.djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় পরিচ্ছেদঃ ミ> রঘুনাথ-পিতৃত্বেন-মহিষীক্ৰয়বত্তয় । সন্তোষে রাজতে ভূমে সাক্ষাদশরথাত্মকং ॥ ২৭ ॥ তিস্রস্তাঃ পতিদেবতাঃ পতিঃপরাঃ সন্তোষসন্তোষণাঃ শ্রদ্ধাভক্তিসমন্বিতাঃ প্রতিদিনং বিপ্রাদিপূজারতাঃ ॥ তত্রৈকা তৃ সতী বিহায় তনয়ে পত্যে চ সঞ্জীবতি স্মৃত্ব স্বেস্টপদং গত গতিমহে। সত্যেকগম্যাং পরাম ॥ ২৮ ॥ শ্ৰীদেবারায়নামা সমজনি জনিতামিত্ৰভূপান্তকঃ প্রাক কম্পন্তে তস্বরাদ্য। দিশি বিদিশি গত যন্তয়াদেব বারাঃ । প্রত্যাসন্নাঃ ক্ষিতীশ তাপি নিজভবনে ভীতভীতা বসস্তি শ্রীমান দোর্দণ্ডবার্য্যৈৰ্জ্জিতনিখিলরিপূ রায়সেনস্য সূত্নঃ ॥২৯ । একেনৈল হি পুত্রেণ ভীমরায়ঃ সুখী যথা । রায়সেনস্তথৈকেন দেবী রায়েণ সৰ্ব্বদা ॥ ৩০ ॥ ২৭। সন্তোষের তিন মহিষা ও তিনি রঘুনাথের পিতা ; তজ্জন্ত তিনি পুথিবীতে সাক্ষাৎ দশরথের ন্যায় পি বাজ করেন । ২৮ । তিন মহিষী পতিপরায়ণা এদাভক্তিমৃক্ত ও প্রত্যহ বিপ্ৰপুজানিরতা থাকিয়া সন্তোষের সন্তোষ উৎপাদন করিতেন। তন্মধ্যে এক জন দুই পুত্র ও স্বামী বৰ্ত্তমান রাখিয়া ইষ্টদেবতাচরণ স্মরণ পূৰ্ব্বক সতীগণের গম্য লোকে প্রস্থান করিয়াছেন । ২৯। রায়সেনের দেবীরায় নামে পুত্র জন্মে। তিনি শত্রুভূপতিগণের যমস্বরূপ , তাহার ভয়ে তস্করের দিগ্বিদিকে পলাইয়া কম্পমান থাকে। সমীপস্থ রাজগণ নিজগৃহে তাহার ভয়ে ভীত হইয়া বাস করে । তিনি দোর্দণ্ডবীৰ্য্যপ্রভাবে সকল রিপুকে জয় করিয়াছেন। ও ০ । ভীম রায় যেমন এক পুত্রেই সুখী ছিলেন, সেইরূপ রায়সেন ও তাহার একমাত্র পুত্র দেরীরায়ে সুখী ছিলেন।