পাতা:পুণ্ডরীককুলকীর্ত্তিপঞ্জিকা.djvu/৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S)● পুণ্ডরীককুলকীৰ্ত্তিপঞ্জিক। বলেন শৌর্যেণ চ ভূমিছানৈজীব্যাজ্জয়ী যন্ত যশে বিভাতি ॥ ২৮ ॥ ঐমনোহররায়স্ত পুত্রে রত্নেশ্বরাহয় । স্থিত যন্ত সভামধ্যে গুণিসিংহাশ্চ ভূরিশ ॥ ২৯ ॥ দেবীরায়স্থতো বভাবুদয়চন্দ্রাখ্যে জগদ্দীপয়ন ফত্তেসিংহমুখক্ষিতাবুদয়পৃথ্বীপ্রে যথা চন্দ্রমাঃ । দানে কল্পমহীরুহঃ ক্ষিতিপতিবুদ্ধ্য চ বাচস্পতিমোদন্তে নিখিলাশ্চ যস্ত বচসা সর্ববাস্তদীয়াঃ প্রজাঃ ॥ ৩০ ॥ সন্তোষরায়েণ বলেন দেবীরায়েণ সাৰ্দ্ধং ছলতশ্চ যস্ত । বিজিত্য সর্বাং মহলনভূমিং গ্ৰামং চকারোদয়চন্দ্রনাম্নী ॥ ৩০ ॥ ইতি পুণ্ডরীককুলকীৰ্ত্তিপঞ্জিকায়াং চতুর্থঃ পরিচ্ছেদঃ । ২৮। গোপাল রায়ের পুত্র জীত রায় পিতার সমান যশস্বী। বল শৌর্য্য ও ভূমিদ্বান দ্বারা জয়ী হইয়। তিনি চিরজীবী হউন। ২৯ । মনোহর রায়ের পুত্র রত্নেশ্বর। তাছার সভামধ্যে বহু গুণিশ্রেষ্ঠ অবস্থান করেন। Aw ৩০ । দেবী রায়ের পুত্র উদয়চন্দ্র জগৎ উজ্জল করিয়া উদয়াচলে চঞ্জের ন্তীয় ফত্ত্বেসিংহস্বরূপ পৰ্ব্বতে শোভা পাইতেন। তিনি দানে কল্পতরু ও বুদ্ধিতে বাচস্পতি ; তাহার প্রজাগণ র্তাহার বাক্যে সৰ্ব্বদা আনন্দলাভ করিয়া থাকে । ৩২। তিনি সন্তোষ রায়ের ও দেবী রায়ের সাহায্যে বলে ও কৌশলে সমস্ত মহলদ ভূমি জয় করি উদয়ন্ত্র (পুর) নামক গ্রাম স্থাপন করিয়াছিলেন।