পাতা:পুণ্ডরীককুলকীর্ত্তিপঞ্জিকা.djvu/৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8Հ পুণ্ডরীককুলকান্তিপঞ্জিক। নমো নারায়ণায় । শুভমস্তু । গগন রায় t রায়সেন রায় । জয়রাম রায় । উত্তম রায় । * 来源 • 称 3R : o eసె | পঞ্জিকামতে সবিতার পুত্র ধারিক ও অজয়ী। ধারিকের পুত্র গঙ্গন। তৎপুত্র রায়সেন। অজয়ীর পুত্র উমা, কমলা ও কস্তুরী । উমার পুত্র জয়রাম, উত্তম ও ভীম। সবিতা দুই পুত্র ও চারি পৌত্র লইয়া বাঙ্গালায় আসেন। শিলালিপির তারিখ যদি প্রকৃতই ১০০৯ হয়, তাহ হইলে সম্ভবতঃ ঐ সময়ের পূৰ্ব্বে সবিতা ও র্তাহার পুত্রদ্বয়ের মৃত্যু হইয়াছিল, এবং সম্ভবতঃ ভীমরায়ের তখনও জন্ম হয় নাই । (9) ফত্তেসিংহ মুর্শিদাবাদ জেলার দক্ষিণপশ্চিমাংশ কান্দি সবডিবিশন ; ইহার পুৰ্ব্ব সীমা ভাগীরথী, দক্ষিণে বৰ্দ্ধমান জেলা, পশ্চিমে বীরভূম জেলা। মহকুমার হেড কোয়াটার্স কান্দি উত্তরবাহিণী ময়ূরাক্ষা নদীর পুৰ্ব্বতারে অবস্থিত। কান্দি বদ্ধিষ্ণু গ্রাম ; সবডিবিশনাল অফিসার ব্যতীত দুইজন মুনসেফ, স্কল, ডাক্তারখানা প্রভৃতির অবস্থানে উন্নতিশীল । কান্দি মিউনিসিপালিটির পাচটি ওয়ার্ড ; কান্দি, জেমে, বাঘডাঙ্গা, রসোড়া ও ছাতিনাকান্দি । মিউনিসিপালিটির এলাকায় লোকসংখ্যা দশহাজারের কিছু অধিক। জেমো ও কান্দি একত্র করিয়া গ্রামকে জেমোকান্দি বলাও রীতি আছে । জেমোকান্দি হইতে ভাগীরথী প্রায় চারিক্রোশ পূৰ্ব্বে । মধ্যে একটা প্রকাও বিলের ব্যবধান । কান্দি-সবডিবিশনের মধ্যে কান্দি ও ভরতপুর থানার প্রায় সমগ্র ভাগ, এবং বড়োয়া, গোকৰ্ণ ও খড়গ্রাম থানার কিয়দংশ লইয়া ফতেসিংহ পরগণা । ফতেসিংহ পরগণার বিস্তৃতি পূৰ্ব্বে আরও অধিক ছিল। কয়েকটি বড় বড় টুকরা ফতেসিংহ হইতে বিচ্ছিন্ন হইয়া পৃথক পৃথক পরগণার স্বষ্টি করিয়াছে। গোপীনাথপুর, রাধাবল্লভপুর, কাস্তনগর, মুনিয়াডিহি প্রভৃতি ফতেসিংহ হইতে খারিজ হইয়া স্বতন্ত্র হইয়া গিয়াছে । ফতেসিংহের উত্তরবর্তী মহলন্দী পরগণার অধিকাংশ গোকৰ্ণ ও খড়গ্রাম থানাভুক্ত।.