পাতা:পুণ্ডরীককুলকীর্ত্তিপঞ্জিকা.djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8○ পুণ্ডরীককুলকীর্তিপঞ্জিকা ফতেসিংহ উত্তররাঢ়ী কায়স্থসমাজের কেন্দ্রস্থল। কোন সময়ে কি উপলক্ষে উত্তররাঢ়ী কায়স্থেরা এ দেশে উপনিবিষ্ট হুইয়াছিলেন, তাহার অমুসন্ধান আবশুক । সম্ভবতঃ পাঠান রাজত্বকালে কোন একট। রাষ্ট্রবিপ্লব উপলক্ষে তাহাদের এই অঞ্চলে প্রতিষ্ঠা হয় । কান্দি, জেমে, রসোড়া, পাচথুপী, যজান প্রভূতি উত্তররাঢ়ী কায়স্থসমাজের প্রধান স্থানগুলি ফতেসিংহের অন্তর্গত । কান্দি সুপ্রসিদ্ধ দেওয়ান গঙ্গাগোবিন্দ সিংহ ও সুপ্রসিদ্ধ লালাবাবুর বাসস্থান । বৰ্ত্তমান সময়ে তাহাদের বংশধরগণ পাইকপাড়ায় প্রবাসী হইলেও র্তাহাদিগকে অবলম্বন করিয়া কান্দির প্রতিষ্ঠা । কান্দি রাজবংশে মহামুণ্ডাব উদারচরিত রাজা প্রতাপচন্দ্রের ও রাজা ঈশ্বরচন্দ্রের ও কুমার গিরিশচন্দ্রের নাম ফতেসিংহের অধিবাসিগণ কৃতজ্ঞতা ও ভক্তির সহিত চিরকাল স্মরণ করিবে । বাঙ্গাল দেশে মোগল অধিকার স্থাপনার সমকালে পুণ্ডরীক বংশধর সবিতা রায় ফতেসিংহের জমিদারী প্রাপ্ত হন । পুণ্ডরাক বংশের আশ্রয়ে জিঝৌতিয়া, কণেীজিয়া ও ভূমিহার প্রভৃতি পশ্চিমদেশীয় ব্রাহ্মণ অনেকে ফতেসিংহে বাস করিয়াছেন। ফতেসিংহের জমিদারের প্রজাবৎসল ও দানশীল বলিয়৷ বিখ্যাত। অনেকে নুতন গ্রাম স্থাপন ও জলাশয় প্রতিষ্ঠাদি করিয়া গিয়াছেন। ঐ সকল গ্রাম ও জলাশয় স্থাপয়িতাদের নামানুসারে অদ্যাপি বিখ্যাত । (8) মানসিংহ “ক্ষিতিপতিতিলক মানসিংহ দিল্লীশ্বরকর্তৃক বঙ্গের দুষ্ট নৃপতিগণের বিজয়ের জন্ত প্রেরিত হইয়াছিলেন । সেই সময়ে তাহার সাহায্য করিবার জন্য প্রতাপবান সবিতারায় দুই পুত্র ও চারি পৌত্রের সহিত বঙ্গদেশে আসিয়ছিলেন ।” নিম্নোক্ত বিবরণ ইয়ার্ট সাহেবের বাঙ্গালার ইতিহাস (১১৪-১২১ খৃঃ) ও বুকমানের সম্পাদিত আইন-ই আকবরি প্রথম ভাগ মধ্যে প্রদত্ত মানসিংহের বিবরণ হইতে সঙ্কলিত হইল ।