পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

述や পুরুবিক্রম নাটক । গিয়েছিলেম। পূৰ্ব্বকার যুদ্ধে পুকরাজের সমস্ত সৈন্ত বিনষ্ট হয়ে গিয়ে, যে কয়েকজন মাত্র অবশিষ্ট ছিল, তারা তো প্রথমে কোনমতেই ওঁকে বন্দি কন্তে আমাদের দেবে না, তারা ঐ কয়েকজনে দুর্গের ন্যায় ওঁর চতুর্দিকে বেষ্টন করে আমাদের সঙ্গে ঘোরতর যুদ্ধ কন্তে লাগল। মহারাজ ! তাদের কি বীরত্ব ! আমি এমন কখন দেখিনি। বলব কি, তাদের মধ্যে একজনও বেঁচে থাকৃতে, আমাদিগকে পুরু রাজের গাত্র স্পশ কত্তে দেয়নি। সেকন্দর। ধন্য পুবরাজের সৈন্যগণ ! এমন সৈন্য পেলে আমি সমস্ত পৃথিবী অনায়াসে জয় কন্তে পাবি। তার পর ? এফেষ্টিয়ন। তার পরে মহাবাজ ! একে একে সেই সমস্ত সেনাগুলিই নিহত হ’লে, ধ্বজবাহক পর্যন্ত নিহত হ’লে, তবে আমবা ওঁকে বন্দি কন্তে সমর্থ হলেম। তাব পরে ওঁকে আমরা নিয়ে আসূচি, এমন সময়ে রাজ তক্ষশীল এসে ওঁকে একটা কি উপহাস কল্লেন, তাতেই পুকরাজ ক্রুদ্ধ হয়ে হঠাৎ পালঙ্ক থেকে উঠেই দৌড়ে গিয়ে তক্ষশীলকে আক্রমণ কল্লেন ও অসি আঘাতে তার প্রাণ বধ কল্লেন । অম্বালিকা । ( সেকন্দরসার প্রতি ) রাজকুমাব ! আমার কপালে কি এই ছিল ? শেষে কি আমাকেই ক্রনন কন্তে হ’ল ? সমস্ত বজ্র কি অবশেষে আমারই মস্তকে পতিত হ’ল ? আপনার আশ্রয়ে থেকে আমার ভায়ের শেষকালে কি এই গতি হ’ল ? আমার ভাইকে বধ ক’রে ঐ পাষণ্ড আমার সম্মুখে ও আপনার সম্মুণে নিঃশঙ্কচিত্তে পদ্ধ কয়ে,—তা শুনে ও আপনি সহ্য কল্লেন ? হা !