So o পুরু-বিক্রম নাটক । নয়। তোমার রাজ্য তুমি ফিরে লও, আমি তা চাইনে। লৌহ, শৃঙ্খল হ’তে তুমি এখন মুক্ত হ'লে,—এখন রাজকুমারী ঐণবিলার সহিত প্রেম-শৃঙ্খলে বদ্ধ হ’য়ে দুজনে মুণে রাজত্ব ভোগ কর ; এই একমাত্র কঠিন দণ্ড তোমাকে প্রদান কল্লেম । ( অম্বালিকার প্রতি ) রাজকুমারি ! আমার এইরূপ ব্যবহারে আপনি আশ্চর্য হবেন না। সেকন্দরস এইরূপেই প্রতিশোধ নিয়ে থাকেন। আপনার ও মহৎ ংশে জন্ম, আপনি পূর্কের কথা সমস্ত ভুলে গিয়ে, উদারভাবে পুরুরাজের সমস্ত দোষ মার্জন করুন । ঐলবিলা। ( অঙ্গালিকার প্রতি ) বাজকুমারি। আমিও আপনার নিকটে এখন মুক্তকণ্ঠে স্বীকার কচ্চি দে, যে বাবপুরুষকে আপনি হৃদয় দান করেছেন, তার অন্তঃকরণ বাস্তবিক মহৎ ও উদাব বটে। পুরু (সেকন্দবের প্রতি ) মহারাজ ! আপনাব গুণে আমি বশীভূত হলেম! আপনি যেমন স্বীকার করেন, আপনি যে জয় লাভ করেছেন, তা বাস্তবিক জয় না, আমিও তেমনি আপনাব কাছে মুক্তকণ্ঠে স্বীকার কচ্ছি যে, আপনার অসাধারণ মহত্ব ও উদারত। দেখে, আমি অতীব চমৎকৃত হয়েছি। আiজ হ’তে আপনি আমাকে আপনার হিতৈষী বন্ধুগণের মধ্যে গণ্য করবেন। সেকন্দর । ( অম্বালিকাব প্রতি ) রাজকুমাবি! আপনার মুখ এখনও যে মান দেখছি ? পুরুবtজৈব পতি আমি যেরূপ ব্যবহার কল্লেম, তা কি স্থাপনা মনঃপূত হয়নি? অম্বালিকা। বাজকুমাব । আমি আর কি বলল, আমার ভায়েণ
পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/১০৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।