Yo 8 পুরু-বিক্রম নাটক । থেকে যদি ফিরে আসতে পারি, তা হলে আবার হয় তো দেখা হবে। আপনি তত দিন এখানে সুখে রাজত্ব করুন, এই আমার মনের একমাত্র বাসনা । অম্বালিকা। রাজকুমার ! এই হতভাগিনীকে ফেলে আপনি কোথায় যাবেন ? আমার আর কেহই নেই, আমি রাজ্য চাইনে, ঐশ্বৰ্য চাইনে, আমি আপনাকেই চাই। আপনি যেখানে যাবেন, আমিও সেইখানে যাব। পূৰ্ব্বে যখন আপনার সঙ্গে আমাকে যেতে বলেছিলেন, তখন আমি সম্মত হইনি, কেন না, আমার ভায়ের বিনা সম্মতিতে আমি তখন কিছুই কত্তে পাত্তেম না। এখন যখন আমাব ভাই নেই, তখন আমার আর কেউই নেই। (ক্ৰন্দন) এখন আপ নিই আমার ভাই, বন্ধু, স্বামী, সৰ্ব্বস্ব। সেকন্দর। রাজকুমারি! আপনার ন্যায় কোমল পুষ্প কি পথের ক্লেশ, যুদ্ধক্ষেত্রের ক্লেশ সহ কত্তে পারবে ? অম্বালিকা। রাজকুমার! আপনার সঙ্গে আমি সকল ক্লেশ, সকল BBB BB BB BBBS BBB BBS BBBB BBSBBB BBSKBSB BDSDBBB BBS BBBBBD DB BBB BS লেতে ভল্ল কল । না । (নেপথো—একবাল বাঞ্জোম ও সৈন্ত-কোলাহল । ) সেকন্যব। রাজকুমারি । ঐ শোন, সৈন্যগণ প্রস্তুত হয়েছে। আমি অব বিলম্ব কত্ত্বে পাবিনে ; ঘোরতর সংগমের মধ্যে আপনাকে কেমন কবে নিয়ে যাই। আপনি ধৈর্মাবলম্বন করুন।
পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/১০৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।