পঞ্চম অঙ্ক । » ०१ শূন্যময় দেখছি। কেন বিধাতা আমাদিগকে এরূপ স্বষ্টি কল্লেন ? আমরা ভালবাসি, ভালবেসে প্রাণ যায়, তবু ভাল বাস্থতে ছাড়িনে – ন, আর আমি এখন কিছুই চাইনে, এখন সয়্যাসিনী হয়ে দেশবিদেশ পৰ্য্যটন ক’রে কাল কাটাব। ভালবাসা জন্মের মত ভুলে যাব । রাগিণী সিন্ধু ভৈরবী,—তাল আড়াঠেকা । “যাবত জীবন রবে কারে ভাল বাসিব না । ভালবেসে এই হল, ভালবাসার কি লাঞ্ছন ॥ ভালবাসা ভুলে যাব, মনেরে বুঝাইব, পৃথিবীতে আর যেন কেউ কারে ভাল বাসে না।” আমি যেমন দুইটী প্রেমিকের সুকোমল প্রেমবন্ধন ছিন্ন ক’রে দিয়েছি, বিধতাও তেমনি আমার হৃদয়ের প্রেমকুসুম শুষ্ক ক’রে আমার পাপের উচিত প্রতিফল দিলেন। বিধাতঃ ! এতেও কি তুমি সন্তুষ্ট হও নি ? এখনও কেন আমার হৃদয়কে নরক জালায় দগ্ধ কচ্চ ? বল আমি কি ক’রে আমার পাপের প্রায়শ্চিত্ত করব ?— উ: আর সহ্য হয় না । যাই পুকরাজ যেখানেই থাকুন, তার কাছে গিযে সমস্ত কথা প্রকাশ ক’রে বলি, তা হলেও হৃদয়েব ভাব অনেকটা কমে যাবে। যাই,— ( অস্বালিকার প্রস্থান । )
পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/১১১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।