XX o পুরুবিক্রম নাটক । আমাকে বিনা অপরাধে কেন দোষী কচ্চেন ? (ক্ৰন্দন ) বলুন, আমি কি অপরাধ করেছি ? ( চরণে পতন ) পুরু। তক্ষশীলকে যে পত্র লেখা হয়েছিল, তা কি আমি জাতে পারিনে ? ঐলবিলা । ( চমকিত হইয়া দণ্ডায়মান ) কি !—আমি—তক্ষশীলকে-পত্ৰ! — ঈশ্বর সাক্ষী। আমি আমার আত্মাকে স্পশ ক’রে বলছি, আমি তক্ষশীলকে কোন পত্র লিথিনে, বরং একজন উদাসিনীর হাত দিয়ে আপনার নিকটই একখানি পত্র পাঠিয়েছিলেম। আমি যে তক্ষশীলের শিবিরে বন্দি হয়েছিলেম, সেই সংবাদটা তাতে ছিল। পুরু। মিথ্যাবাদিনীর, কলঙ্কিনীর কথা আমি শুনতে চাইনে। ঐলবিলা। কি !—মিথ্যাবাদিনী ?—কলঙ্কিনী?—তবে আর না— আর আমি কোন কথা কব না—দা আমার বলবার ছিল, তা আমি বলেছি। আমার কথায় যদি না বিশ্বাস হয়,—যদি কলঙ্কিনী ব’লে আমাকে মনে করে থাকেন, তা হলে আর বিলম্ব করবেন না, আপনার অসি দিয়ে এখনি আমার হৃদয় বিদীর্ণ করুন। (ক্ৰন্দন ) আপনার কাছে আমার এই শেষ ভিক্ষা। আর আমার যন্ত্রণ সহ হয় না ; বিলম্ব করবেন না, পুরুরাজ ! আমার দোষের সমুচিত প্রতিফল দিন । পুক । ( গম্ভীর স্বরে) স্ত্রীলোককে বধ ক'রে আমার অধিকে কলুষিত কত্তে চাইনে ।
পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/১১৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।