পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/১১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

» : २ পুরু-বিক্রম নাটক । কেন ? আপনাব এ বেশ কেন ? আপনি এখানে কি জন্য এসে. ছেন ? অম্বালিকা। রাজকুমার! আমি উন্মাদিনী নই, আমি দুশ্চাবি:, আমি পাপীয়সী, আমি পিশাচিনী । আপনি আমাকে বধ করুন। আমিই এক থানি পত্র স্বহস্তে লিখে, মিথ্যা করে রাণী ঐলবিলাব নাম স্বাক্ষরিত কবে, আমার ভাযেব শিরোনামা দিযে, আপনার নিকট পাঠিয়ে ছিলেম। এই দেখুন আমি সেই পত্রই এনেছি। (পুরুকে পত্র প্রদান । ) পুরু। (পর পাঠ কবিয়া আশ্চর্য হইবা ) কি! রাজকুমাবি ! এ লেখা তবে কি আপনার ? (স্বগত) কি ! তবে কি আমি প্রতারিত হযেছি ? অম্বালিকা। রাজকুমাব । রাণী ঐলবিলাব দ্যাধ এক-নিষ্টা সতী অামি আর কোথাও দেখিনি। রাজ তক্ষশীল ওব মন আকর্ষণ করবার জন্য বিস্তব চেষ্টা করেছিলেন, কিন্তু কিছুতেই কৃতকাৰ্য্য হতে পাবেন নি। অবশেষে অন্য কোন উপায় আমরা না দেখে, এইরূপ জঘন্য উপায অবলম্বন কন্তে বাধ্য হয়েছিলেম। আপনাদের নিকট এখন সমস্ত প্রকাশ করে আমার মনের ভার অনেক লাঘব হ’ল । এখন আমাকে যে শাস্তি দিতে হয় দিন,—আমি তা অনায়াসেই সহ কবর। পুক স্বগত) এর কথা কি সত্য ? সত্য বলে তো অনেকটা ८१५ श्फ़ । दिछु ११न १- -