পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/১১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>)8 পুরু-বিক্রম নাটক । সঙ্গে সাক্ষাৎ কববার আর কোন উপায় দেখছি নে। সেখন্দর সাকে জয় করে আমাকে শীঘ্র এখান থেকে উদ্ধার করুন। চাতকিনীর স্থায় আপনার প্রতীক্ষায় রহিলাম। ঐলবিলt — পুক। (পত্র পাঠ কবিয়া স্বগত) এখন আমার সকল সংশয় দুব হয়ে গেল। আমি কি নিৰ্ব্বোধ, আমি কি নিষ্ঠুর —আমি কি মূঢ়!— আমি রাজকুমারী ঐলবিলাব নিৰ্ম্মল চরিত্রে সন্দেহ করেছিলাম ? (নিকটে আসিয়া ঐলবিলার প্রতি ) রাজকুমারি । আপনার পবিত্র মুখের দিকে আর চাইতে আমার ভর্ষ হয় না। আমি অত্যন্ত লজ্জিত হয়েছি,—আমি অত্যন্ত অপরাধী হয়েছি,—আমাকে মার্জন কবন। আমার যে কি মোহ হয়েছিল, তা আমি বলতে পাবিনে। আমি সে কত কটু বাক্য আপনার প্রতি প্রযোগ করেছি, কত আপনাব মনে দুঃখ দিয়েছি, তা স্মরণ ক'বে আমার সদয় বিদীর্ণ হয়ে যাচ্চে । বলুন, আপনি আমাকে মার্জন করেন,—মনেব সহিত মার্জন কল্লেন, না হলে এই দণ্ডে আপনার পদতলে আমি প্রাণ বিসজ্জন করব। ঐলবিল্লা। রাজকুমাব ! আপনি কেপ প্রতাবিত হযেছিলেন, তাতে সহজেই অমাব প্রতি আপনাব সন্দেহ হ’তে পারে। আপনি আর সে বিঘ্য কিছু মনে করবেন না। আমি আপনাকে মনের সহিত মার্জন কল্লেম । পুক। আ—এখন আম অপেক্ষা সুখী অব কেহই নাই।