१• भूझ-ब्रिह्मश्ञtsक , বিস্তস্ত নদীর কূলে সন্নিবেশিত রাজ তক্ষশীলের निरिएवह १शश्ऊि ७ढणै पद्र। - - (রাজ তক্ষশীল ও রাজকুমারী অম্বালিকার প্রবেশ ) অম্বালিক। কি —মহারাজ ! দেবতারা যার সহায়, সমস্ত স্বসগর পৃথিবী যার অধীনতা স্বীকার করেছে, সমস্ত নরপতি যার পদানত হয়েছে, সেই প্রবলপ্রতাপ সম্রাট সেকন্দর সার সঙ্গে যুদ্ধ করতে আপনি আলছেন। ন মহারাজ! আপনি এখনও তবে তাকে চেনেন নি। দেখুন, তার বাহুবলে কত কত রাজ্য ভস্মসাৎ হয়ে গেছে, কত কত দেশ ছায়খার হয়েছে, কত কত রাজা বিনষ্ট হয়েছে ;–এই সকল দেখে শুনে মহারাজ ! কেন নিরর্থক বিপদকে আহবান কচ্চেন ? তক্ষশীল। তোমার কি এই ইচ্ছ, যে আমি নীচ ভয়ের বশবর্তী হয়ে সেকনার সার পদতলে অবনত হব ? আমি কি স্বহস্তে ভারতবামীদিগের জষ্ঠ অধীনতা-শৃঙ্খল নিৰ্ম্মাণ করব ? যে সকল রাজকুমার মাতৃভূমি রক্ষণের জন্ত সম্মিলিত হয়েছেন, যাদের এই একমাত্র প্রতিজ্ঞ হয়েছে যে, হয় তারা তাদের রাজ্য দশ করবেন, নয় রণভূমে প্রাণ বিসর্জন দেবেন, সেই সকল রাজকুমারগণকে ও বিশেষতঃ মহারাজ পুরকে কি আমি এখন পরিত্যাগ করব ? তা কখনই হতে পারে না।
পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/১৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।