বে নিৰ্ব্বিবাদে তার অধীনতা স্বীকার কৰে, আর আমাকেই ষ্ট্ৰে} কাগুল বলে তিনি স্থির করেছেন। । - অম্বালিক। ও কথা বলবেন মা ; আপনাকে তিনি কাপুরুষ বলে ঠাওরান নি। বরং তার সকল শত্ৰগণের মধ্যে আপনাকে অধিক সাহসী বীর পুরুষ মনে ক’রে আপনারই সঙ্গে আগে বন্ধুতা করবার জন্য ব্যগ্র হয়েছেন। তিনি এই মনে করেছেন, যে যদি আপনি এই যুদ্ধে অস্ত্র ধারণ না করেন, তা হলে তিনি অনায়াসে আর সকলের উপর জয়লাভ করতে সমর্থ হবেন। এ সত্য বটে, তিনি সমস্ত পৃথি বীকে পদানত করবার জন্য প্রতিনিয়ত চেষ্ট কচ্চেন কিন্তু এও তেমনি সত্য যে তিনি যাকে একবার বন্ধুবলে স্বীকার করেন, তার প্রতি তিনি কখন দাসবৎ আচরণ করেন না । তার সহিত সখ্যতা করলে কি মহারাজ ! মৰ্যাদার হানি হয় ? তা বোধ হয় আপনি কখনই মনে করেন না। তা যদি মনে করেন, তা হলে আমাকে এতদিন কেন নিবারণ করেন নি ? দেখুন, সেকেন্দর স; আমার প্রেমের আকাঙ্কায় প্রতিদিন এখানে গোপনে দূত প্রেরণ কচ্চেন। আপনি তা জানতে পেরেও আমাকে নিবারণ করেন নি, বরং তাতে আপনি উৎসাহ প্রদান করেছেন। তক্ষশীল। অস্বালিকা ! তবে এখন তোমাকে আমার মনের কথা প্রকাশ করে বলি। তুমি যে অবাধ কেন্দ্র সর ওখন থেকে পালিয়ে এছে, সেই অবধি যে তিনি তোমার গ্রেমের আকাক্ষা প্রতিনি এখানে তে প্রেরণ কচ্চেন, প্রেলিপি তোমারনিকট প্রক্তি
পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/১৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।