১৪: । পুরুঞ্জি বালকছে। তিনি আমাদে ঐ স্থা নিলেন নাৰ কুমার মাতৃভূমি রক্ষার্থে সৰ্ব্বাপেক্ষ বীরত্ব প্রকাশ কৰেন, তিনিই র্তার পাণিগ্রহণ করবেন। এখন বল দেখি, অশ্বালিকে ! নিবন্ধে জামি রাজকুমারী ঐলবিলার প্রেমের আশায় জলাঞ্জলি দিয়ে সেকমার সার সঙ্গে সন্ধি করি ? অম্বালিকা। এইমাত্র আপনি আমাকে বলছিলেন যে, প্রেম বীর্যবান ব্যক্তিকে নিৰ্ব্বীৰ্য্য করে ফেলে, কিন্তু দেখুন, মহারাজ। প্রেম বীৰ্য্যবান ব্যক্তিকে নিবীৰ্য্য করে,—ন নিৰ্ব্বীৰ্য্য ব্যক্তি বরং প্রেমের বলে আরও বীর্যবান হয় ? তার সাক্ষী দেখুন, রাজকুমারী ঐলবিলা একমাত্র গ্রেমের বলে এই সমস্ত রাজকুমারগণকে একত্রিত করেছেন। তক্ষশীল। সত্য বলেছ অম্বালিকে, রাণী ঐলবিলা আমাদের সক, লকে প্রেমবন্ধনে একত্র বন্ধন করেছেন। মালিক। মহারাজ! আপনাকে তে সে প্রেবন্ধনে বন্ধন, করেনি, আপনাকে সে দাসত্ব-শৃঙ্খলে বন্ধন করেছে। তক্ষশীল। ( আশ্চর্য হইয়া) কেমন করে ? অশ্বালিকা। তা বৈ কি মহারাজ ! সে প্রেমের কুহকে আপনাকে মুগ্ধ করে রেখে, কেবল তার নিজের অভিষন্ধি সিদ্ধ করে নিচ্চে বৈ তো নয়, বাস্তবিক তার হৃদয় সে অন্তের নিকট বিক্রয় করেছে। তার প্রেমের ভাজন তো আপনি নন, তার প্রেমের ভাজন হচ্চে পুরু। যান,— মহারাজ ! আপনি পুকুর হয়ে যুদ্ধ করে, তার মনস্কামনা পূর্ণ করুন। আপনি যুদ্ধে মতই কেন বীরত্ব প্রকাশ করুন না,-সেই মায়াবিনী
পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/১৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।