পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&ंशं षश्ह । । Aq চাচ্চেন। (পুঞ্জ আলিতেছেন দেখিয়া) এই যে—পুকরাজ এইখানে আসচেন । তক্ষশীল। (স্বগত) অম্বালিকা যথার্থ কথাই বলচে। আমার বোধ হয় রাজকুমারী ঐলবিল পুরুরাজকেই আন্তরিক ভাল বাসেন। পুরুরাজ এখন আমার চক্ষুশূল হয়েছেন। উ:! আমার হৃদয় দগ্ধ হচ্চে । অম্বালিকা। এখন আমি তবে বিদায় হই। কিন্তু মহারাজ ! আর সময় নাই। এই দুয়ের মধ্যে একটা স্থির করবেন—হয় পুরুরাজের দাস হয়ে থাকুন, নয় সেকনার সার বন্ধুত্ব গ্রহণ করুন, আমি এখন চলেম । (অম্বালিকার প্রস্থান।) তক্ষশীল। (স্বগত) বাস্তবিক, কেন আমি পরের জন্য আমার রাজত্ব খোয়াতে যাচ্চি ? সেকন্দর সার সঙ্গে বন্ধুত্ব করাই ভাল। পুরুর প্রবেশ। তক্ষশীল। আসতে আজ্ঞা হউক । পুরু। মহারাজের কুশল তো ? তক্ষশীল। আঞ্জে হ্যা। এখন এই যুদ্ধের অবস্থা কিরূপ বুঝচেন ? পুরু। এখনও শত্রুগণ বেশি দূর অগ্রসর হয়নি। আমাদের সৈন্ত ও সেনাপতিগণ সমরোৎসাহে প্ৰজলিত হয়ে উঠেছে। তাদের মুখ, মণ্ডলে সাহস ও তেজ যেন মূৰ্ত্তিমান হয়ে স্কপ্তি পাচ্চে, সকলেই পর J