ఇసి পুর-বিক্রম নাটক। হীনবল মনে করে মুখে নিদ্রা যাছিলেন, কিন্তু যখন সেই বজ্ৰ তীয় মস্তকে পতিত হল, তখনই তার মুখনিদ্রা ভঙ্গ হল। পুরু। ভাল, তিনি যে এই সন্ধির প্রস্তাব করে পাঠিয়েছেন, তার বিনিময়ে তিনি কি প্রত্যাশ কচ্চেন ? আপনি সহস্ৰ সহস্ৰ দেশকে জিজ্ঞাসা করুন, যে এইরূপ কপট সন্ধি করে, তিনি সেই সকল দেশকে অবশেষে দাসত্বশৃঙ্খলে বন্ধ করেছিলেন কি না ? তার সঙ্গে বন্ধুত করাও যা, তার দাসত্ব স্বীকার করাও তা। সেকন্দর সা যেরূপ লোক, র্তার সহিত মধ্যবিং ব্যবহার চলতে পারে না। হয় তার ক্রীতদাস হয়ে থাকতে হবে, নয় ঠার প্রকাশ শক্র হতে হবে। তক্ষশীল। মহারাজ ! এক দিকে যেমন কাপুরুষ হওয়া ভাল নয়, তেমনি আবার নিতান্ত দুঃসাহসিক হওয়াও বুদ্ধিমানের কর্তব্য নয়। কতকগুলি অসার স্তুতিবাদে যদি আমরা সেকন্দর সাকে সন্তুষ্ট করতে পারি, তাতে আমাদের কি ক্ষতি ? যে বন্যার প্রবল স্রোত গ্রাম পল্লী চূৰ্ণ ক’রে, অপ্রতিহত বেগে মহা কোলাহলে চলেচে তার গতি রোধ করা কি বুদ্ধিমামের কর্তব্য ? তিনি গুদ্ধ গৌরব চান, তিনি তো আমাদের সিংহাসন চান না। র্তার কীৰ্ত্তিধ্বজা একবার এখানে স্থাপিত হলেই, তিনি অন্তদেশে চলে যাবেন। একবার তাকে বিজয়ী বলে স্বীকার কল্পেই তিনি সস্তুষ্ট হবেন। যদি তিনি এইরূপ অসার স্তুতিবাদে সন্তুষ্ট হন, তাতে আমাদের কি ক্ষতি আছে ? পুরু। কি ক্ষতি আছে বলছেন মহারাজ ! আপনি ক্ষত্রিয় হয়ে এ কথা অনায়ালে মুখ দিয়ে বলতে পারেন ? হো! এখন বুঝলেম,
পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/২৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।