পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক । ২৩ পুরু। সত্য বটে, তিনি কাপুরুষের বাক্যে আদর করেন না। তক্ষশীল। মহারাজ ! প্রেমের কি এই রীতি ? আপনি নির্দয় হয়ে তার কোমল অঙ্গকে এই ভীষণ যুদ্ধ বিপ্লবের মধ্যে কেন নিক্ষেপ কত্তে যাচ্চেন বলুন দেখি ? - পুরু। মহারাজ ! রাজকুমারী ঐলবিলার শরীরে এখনও বিশুদ্ধ ক্ষত্রিয়-রক্ত প্রবাহিত হচ্চে। তিনি রণে ভীত নন ; এই বীৰ্য্যবর্তী রমণীর সাহস, বীর্যহীন পুরুষদিগকে শিক্ষা দিক। তক্ষশীল। মহারাজ ! তবে কি আপনি নিতান্তই যুদ্ধে প্রবৃত্ত হবেন ? পুক। আপনি যেরূপ শান্তির জন্য উৎসুক হয়েছেন, আমি তেমনি যুদ্ধের জন্য লালায়িত। সেকেন্দর সাকে আমার বিক্রমের পরিচয় দেবার জন্যই আমি তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছি। যে দিন অবধি আমি তাব কীৰ্ত্তিকলাপ শ্রবণ করেছি, সেই দিন থেকেই এই বাস নাটী আমার মনে চিরজগন্ধক রয়েছে যে, তিনি যেন একবার ভারতভূমে পদার্পণ করেন। সেই দিন অবধি আমার মন তাকে চিরশত্রু বলে বরণ করেছে। এ দেশে আসতে র্তার যত বিলম্ব হচ্ছিল, আমার মন ততই অধীর হয়ে উঠুছিল ; তিনি যখন পারস্ত দেশ জয় কত্তে এলেন, তখন আমার এই ইচ্ছা হচ্ছিল যে, যদি আমি পারস্তের রাজা হতেম, তা হলে আমার কি সৌভাগ্য হ’ত। আমি তা হলে র্তার সঙ্গে যুদ্ধ করবার অবসর পেতেম। এত দিনের পর তিনি ভারতভূমে পদার্পণ করেছেন। এখন আমার মনের আশা পূর্ণ হবে।