૨8 পুরু-বিক্রম নাটক। বলেন কি মহারাজ ! আমি কি এমন সুন্দর অবসর পেয়ে ছেড়ে দেব ? তার সঙ্গে যুদ্ধ করে কি আমার বহুদিনের অভিলা পূর্ণ কৰে না? দেখি দিধি তিনি কেমন আমাকে যুদ্ধ না দিয়ে, আমাদের দেশ হতে চলে যেতে পারেন ?—এই নিস্কোষিত তরবারিই তার গতি রোধ করবে। তক্ষ। মহারাজ ! আমি স্বীকার কচ্চি যে, এরূপ উৎসাহ, এরূপ তেজ, ক্ষত্রিয়ের উপযুক্ত বটে ; কিন্তু এ নিশ্চয় যে, আপনি সেকেনার সার নিকট পরাভূত হবেন। এই যে রাণী ঐলবিল৷ এই দিকে আসছেন ; আপনি ওঁর নিকটে এখন মনের সাধে আপনার বিক্রমের শ্লাব করুন। আপনি বলুন, আমি চল্লেম, আপনাদের মুখকর ও তেজষ্কর বাক্যালাপের সময় আমি আপনাদিগকে বিরক্ত কন্তে ইচ্ছা করিনে। আমার মতন কাপুরুষ এখানে থাকূলে আপনারা লজ্জিত হবেন। (তক্ষশীলের প্রস্থান।) ঐলবিলার প্রবেশ । ঐলবিলা। কি! রাজা তক্ষশীল আমাকে দেখে পালিয়েগেলেন?— গুরু। তিনি লজ্জায় আপনার নিকট মুখ দেখাতে পাল্লেন না। তিনি যখন এই যুদ্ধে পরায়ুপ্ত হচ্চেন, তখন কি সাহসে আপনার সহিত সাক্ষাৎ করবেন ? রাজকুমারি । তাকে আর কেন ? তাকে ছেড়ে দিন, তিনি তার ভীর সঙ্গে সেকেন্দর সার পুত্র করুন। আমুন,
পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/২৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।