দ্বিতীয় অঙ্ক । ৩৩ ছেন, কিন্তু—কিন্তু-পুরুরাজকেও আমি জানি। আমার ভয় হচ্চে, পাছে পুরুরাজের সহিত যুদ্ধে সেকন্দর সা— এফেষ্টিয়ন। রাজকুমারি is অলীক আশঙ্কা ত্যাগ করুন। পুরু যা কত্তে পারে করুক, ভারত ভূমির সমস্ত প্রদেশ কেন তার হয়ে অস্ত্র ধারণ করুক না, তাতে কিছুমাত্র ভয়ের কারণ নাই। রাজকুমারি । আপনি কেবল এইটা দেখবেন, যেন রাজ তক্ষশীল এই যুদ্ধে যোগ না দেন । অম্বালিকা। দুতরাজ ! আপনার কার্য শীঘ্র সম্পন্ন করে আমুন। রাজকুমারগণের সহিত সন্ধির প্রস্তাব করে দেখুন। যদি যুদ্ধ একান্তই ঘটে, তা হলে দেখবেন, যেন সেকন্দর সার বজ্র, রাজ তক্ষশীলের মস্তকে পতিত না হয়। - e (অম্বালিকার প্রস্থান । ) এফেষ্টিয়ন । এই যে রাজকুমারগণ এইখানেই আসছেন । পুরু, তক্ষশীল ও চারিজন রাজকুমারের প্রবেশ । পুরু। দূতাজ ! আমাদের আসতে কিঞ্চিৎ বিলম্ব হয়েছে, ক্তজন্য আমাদের মার্জন করবেন। এখন আপনার কি প্রস্তাব শোনা যাক্ । এফেষ্টিয়ন । রাজকুমারগণ ! প্রণিধান করে শ্রবণ করুন। মহাবীর সেকন্দর সা আপনাদের নিকট এই প্রস্তাব করে পাঠিয়েছেন যে, এখনও যদি আপনাদের ইচ্ছা থাকে, তা হলে সন্ধি গ্রহণ করুন, নচেৎ তুমুল যুদ্ধে আপনাদের রাজ্য ছারথার হয়ে যাবে ও অনতিবিলম্বে đt
পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/৩৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।