পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8 পুরু-বিক্রম নাটক । আপনাদের প্রাসাদের উপর তার জয়পতাকা উড়ভীন দেখবেন। ম্যাসিডোনীয় মহাবীরের প্রচণ্ডগতি, আপনারা কি মনে কচ্চেন রোধ করতে সমর্থ হবেন ? কখনই না। সিন্ধুনদীর তীরে কি তার জয়পতাকা উড়ন হয় নি ? তবে কি সাহসে আপনার তবু তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছেন ? যখন তিনি আপনাদের রাজধানী পৰ্যন্ত আক্রমণ করবেন, যখন আপনাদের সৈন্তগণের রক্তে রণক্ষেত্র প্লাবিত হয়ে যাবে, তখন নিশ্চয় আপনাদের অনুতাপ কত্ত্বে হবে। তার সৈন্তগণ সংগ্রামের জন্য উন্মত্ত হয়ে উঠেছে, তিনি কেবল তাদের থামিয়ে রেখেছেন। আপনাদের এই সুন্দর রাজা ছারখার করবার তার ইচ্ছা নাই, আপনাদের রক্তে অসি ধৌত করবারও তার ইচ্ছা নাই। তবে যদি আপনার বৃথা গৌরব পৃহার বশবর্তী হয়ে তার কোপানল উদ্দীপিত করেন, তা হলে নিশ্চয় আপনাদের মহাবিপদ উপস্থিত হবে। এখনও তিনি প্রসন্ন আছেন, এখনও তিনি আপনাদের সঙ্গে সন্ধি কত্তে প্রস্বত আছেন। বলুন, সংগ্রাম না সন্ধি ?—সংগ্রাম না সন্ধি ? এই শেষবার বলুচি। এখন আপনাদের যথা অভিরুচি, করুন। তক্ষশীল। যদিও সেকন্দর সা আমাদের রাজ্য আক্রমণ করেছেন, তথাপি তার গুণের প্রতি আমরা অন্ধ নই। আমরা তার দাসত্ব স্বীকার কত্ত্বে পারিনে বটে, কিন্তু তার সহিত সন্ধি স্থাপন কম্ভে আমা দের কোন আপত্তি নেই। প্রথম রাজকুমার। আমরা যবন দস্থ্যর সঙ্গে কখনই সন্ধি করব না। দ্বিতীয় রাজকুমার। রাজা তক্ষশীলের কথা আমরা শুল্ব না।