পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छिलीग्न ठश् । Ꮽ& তৃতীয় রাজকুমার। রাজা তক্ষশীল আমাদের ইচ্ছার বিপরীত কথা বলছেন। চতুর্থ রাজকুমার। পুরুরাজ আমাদের হয়ে কথা ক’ন, রাজা তক্ষশীল কাপুরুষের ন্যায় কথা বলছেন। পুরু। যখন পঞ্চনদ-কূলবৰ্ত্তী সমস্ত প্রদেশের রাজগণ যবনরাজের বিরুদ্ধে এই বিতস্তা নদীকূলে প্রথম সমবেত হন, তখন আমি মনে করেছিলেম যে, সকলেই বুঝি এক হৃদয়ে স্বদেশের স্বাধীনতা রক্ষার জন্ত কৃত-সঙ্কল্প হয়েছেন। কিন্তু এখন দেখছি, তাদের মধ্যে একজন স্বদেশের স্বাধীনতা অপেক্ষ যবনরাজের বন্ধুত্বকে অধিক মূল্যবান জ্ঞান করেন । রাজা তক্ষশীল যখন স্বদেশের স্বার্থ বিসর্জন কত্তে উদ্যত হয়েছেন, তখন স্বদেশেব হয়ে কোন কথা বলবার ওঁর কিছুমাত্র অধিকার নাই এবং দৃতবাজ ! তাহা আপনার শোনাও কর্তব্য নয়। অন্যান্ত রাজকুমারগণের কি অভিপ্রায়, তাতে আপনি এইমাত্র গুন্‌ লেন। আমি তাদেব প্রতিনিধি হয়ে, দেশের প্রতিনিধি হয়ে, আপ নাকে পুনৰ্ব্বার বলুচি, আপনি শ্রবণ করুন। যবনরাজ সেকন্দর সা কি উদেশে আমাদের দেশে এসেছেন ? তিনি কেন আমাদের দেশ আক্রমণ কল্লেন ? এতদিন আমাদের দেশে গভীর শান্তি বিরাজ করছিল, তিনি আমাদিগকে আক্রমণ করে কেন সেই শান্তি ভঙ্গ কল্লেন ? আমরা কি অগ্রে তার প্রতি কোন শক্ৰতাচরণ করেছিলেম যে, তজ্জন্ত তার ক্রোধ উদ্দীপিত হয়েছে? তার এতদূর স্পৰ্দ্ধা যে তিনি বিনা কারণে, বিনা উত্তেজনায় আমাদের দেশ আক্রমণ কত্তে