পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SOb- পুরু-বিক্রম নাটক । ছিল, সেই বিলাসী রাজাকে পরাভূত করা কি বড় পৌরুষের কার্য্য ? নিৰ্ব্বীৰ্য্য পারসীকেরা যে তার অধীনতা স্বীকার করবে, তাতে আর বিচিত্র কি ? কোন কোন জাতি তার নামে ভীত হয়েই তার শরণাপন্ন হয়েছে, আবার কোন কোন জাতি তাকে দেবতা মনে করে তার পদানত হয়েছে। আমরা তো আর তাকে সে চক্ষে দেখি নে। কোন অসভ্য বন্যদেশে তিনি আপনাকে দেবতা বলে পরিচয় দিতে পারেন, কিন্তু এ আপনি নিশ্চয় জানবেন, সুসভ্য ভারতবাসিগণ তাকে মনুষ্য অপেক্ষা কিছুমাত্র অধিক জ্ঞান করবে না। দূতরাজ ! তাকে বলবেন, যে এদেশে তিনি তার পথে কখনই কোমল পুষ্প বিকীর্ণ দেখতে পাবেন না। সহস্ৰ সহস্ৰ শাণিত অসির উপর দিয়ে তার প্রতিপদ অগ্রসর হতে হবে। তাব সাক্ষী দেখুন না কেন, সমস্ত পারস্তরাজ্য অধিকার কন্তে তার যত না পবিশ্রম, যত না সৈন্য, যত না কাল বায় হযেছিল, এখানে সওর্ণ নামক একটী ক্ষুদ্র পৰ্ব্বত অধিকার কত্তে তার তদপেক্ষা অধিক আয়াস, অধিক সৈন্য ও অধিক কাল ব্যয় কত্তে হয়েছে। এমন কি এক সময় তিনি জয়ের আশা পরিত্যাগ করে সৈন্যগণকে পলায়নের আদেশ পর্যন্ত দিতে বাধ্য হয়েছিলেন। এফিষ্টিয়ন। (দণ্ডায়মান হইয়া) আমি আর আপনাদিগকে নিবারণ কত্তে চাইনে। আপনাদেন যথা অভিকচি কথন, কিন্তু আমি এই আপনাদের বলে যাচ্চি, যে এর জন্য নিশ্চয় পরে আপনাদের অযুতাপ কম্ভে হবে। মহাবীর সেকন্দর সা আপনাদিগকে শান্তি প্রদান করে যে এক উচ্চতর গৌরবের আকাজী হয়েছিলেন, আপনি