পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& ५भ च्ाश्ह । Jరిసి যখন সে গৌরব হতে র্তাকে বঞ্চিত কচ্চেন, তখন দেখবেন আপনাদের রাজ্য ছারখার করে, আপনাদের সিংহাসন বিনষ্ট করে, আপনাদের দেশ শোণিতধারায় প্লাবিত করে, অন্য প্রকার, ভীষণতর গৌরব তিনি অর্জন করবেন। তিনি সসৈন্যে আপনাদের বিরুদ্ধে আগত প্রায়, আর বিলম্ব নাই। পুরু। আমাদেরও তাই প্রার্থনা। আমরা তাতে ভীত নই। আপনি তাকে বলবেন, আমরা সকলে তার প্রতীক্ষা করে আছি। কিম্বা না হয় আমরাই তার সঙ্গে অগ্রে সাক্ষাৎ করব। এফেষ্টিয়ন। আমি চল্লেম। ( এফেষ্টিয়নের প্রস্থান। ). তক্ষশীল। মহাশয়। দুতরাজকে কি রাগিয়ে দিয়ে ভাল কাজ श्ल ? প্রথম রাজকুমার। উনিতো উচিত কথাই বলেছেন এতে যদি ওঁর রাগ হয় তো আমবা কি কবব ? দ্বিতীয় রাজকুমার। রাগ কবেই বা উনি আমাদের কি করবেন ? পুরু। (তক্ষশীলের প্রতি) দুতরাজ আমাদের উপরেই ক্রুদ্ধ হয়েছেন ; আপনার কোন ভয় নাই। আপনার অমুকুলে তিনি সেকন্দর সার নিকট বলবেন এখন। রাণী ঐলবিলা ও আমরা এই কয়জন ভারতবর্ষের গৌরব রক্ষা করব। আমাদের যুদ্ধ আপনি দূর হতে দেখবেন, কিম্বা সেকন্দর সার বন্ধুতার অনুরোধে আপনি মাতৃভূমির বিরুদ্ধেও অস্ত্ৰধারণ কক্তে পারেন।