দ্বিতীয় অঙ্ক । 8S তক্ষশীল। (দণ্ডায়মান হইয়া) রাজকুমারি! আমি এথনি আমার সৈন্যগণকে সজ্জিত কত্তে চল্লেম। ঐলবিলা, পুরু। (দণ্ডায়মান হইয়া) চলুন আমরাও যাই। তক্ষশীল। (স্বগত) ঐলবিলা বোধ হয় পুরুরাজকেই আন্তরিক ভাল বাসেন, কিন্তু আমারও অাশা একেবারে যাচ্চে না (চিন্তা করিয়া ) দূর হোক, কেন বৃথা আশায় যুগ্ধ হয়ে, আমি জামার ধন প্রাণ রাজ্য সকলি খোয়াতে যাচ্চি ? যাই সেকনার সার হস্তে আমার সমস্ত সৈন্য সমর্পণ করে তারই শরণাপন্ন হই গে। (তক্ষশীলের প্রস্থান । ) ঐলবিলা। (তক্ষশীলের প্রতি লক্ষ্য করিয়া) চারু ! তোর কথায়. আমি ভুলি নে । সমরোৎসাহী বীরপুরুষের ওরূপ কথার ধারা নয়। পুরুর প্রতি ) রাজকুমার ! ঐ কাপুরুষ নিশ্চয় ওর ভগিনীর কথায় আপনার দেশ ও পৌরুষকে বলিদান দিতে সঙ্কল্প করেছে। এখনও মনের ভাব গোপন করে রাতে চেষ্টা কচ্চে, কিন্তু যুদ্ধের সময় বোধ করি প্রকাশ কববে। পুরু। ওরূপ অপদার্থ হীন সহায় আমাদের পক্ষ হতে বিচ্ছিন্ন ঘলে কোন ক্ষতি নাই। বরং তাতে আমাদের মঙ্গলই আছে। কপট বন্ধু অপেক্ষা প্রকাশ্য শত্রুও ভাল। যদি আমাদের এক বাহুতে কোন সুরারোগ্য সাঙ্ঘাতিক ক্ষত উৎপন্ন হয়, তা হলে বরং সেই বাহু কেটে ফলা ভাল, তথাপি ঐ ক্ষত পোষণ কবে রাখা কৰ্ত্তব্য নয়। ঐলবিলা। কিন্তু রাজকুমার! আপনি যে অসাধা সাধনে প্রবৃত্ত
- 2