8২ পুরু-বিক্রম নাটক । হচ্ছেন। সেকনায়সার কত বল, তা কি আপনি গণনা করে দেখেছেন ? আপনি একাকী, দুই চারিজন ক্ষুদ্র রাজকুমার মাত্র আপনার সহায়। আপনি কি করে অত অসংখ্য সৈন্যের সহিত যুদ্ধে জয় লাভ করবেন ? পুরু। কি —রাজকুমারি! আপনি কি ইচ্ছা করেন যে, ঐ কাপুরুষ তক্ষশীলের দৃষ্টান্ত অনুযায়ী আমিও স্বদেশকে পরিত্যাগ করব ? না—আপনি কখনই তা ইচ্ছা করেন না। আমি জানি আপনার হৃদয়ে স্বাধীনতা পৃষ্ঠা প্ৰজলিত রয়েছে। আপনিই তে৷ সকল রাজকুমারগণকে যবনরাজের বিরুদ্ধে একত্র করেছেন। আপ, নার চাক্ষর সমক্ষে আমরা যে যবনরাজের সহিত যুদ্ধ করে গৌরব লাভ কৰে, এই আশাতেই আমাদের উৎসাহ আরও দ্বিগুতি হয়েছে। সমরে গৌরব লাভ করে, যাতে আপনার প্রেম লাভ কত্তে পারি, এই আমার মনের একমাত্র আকিঞ্চন। ঐলবিলা। যান, রাজকুমার! আর বিলম্ব করবেন না। আপ, নার সৈন্যগণকে সজ্জিত করুন গে, আমি একবার এইখানে চেষ্ট৷ করে দেখি, তক্ষশীলের সৈন্যগণকে যবনগণের বিরুদ্ধে উত্তেজিত করে দিতে পারি কি না। শজার হউক, তবু তারা ক্ষত্ৰিয় সৈন্য। স্বদেশের স্বাধীনতার জন্য তারা সব কত্ত্বে পারে। এই আমার শেষ চেষ্টা। তার পরেই আপনার সঙ্গে শিবিরে গিয়ে মিলিত হব। পুরু। রাজকুমারি! আর একটু পরেই আমি যুদ্ধতরঙ্গের মধ্যে প্রবেশ করব, হয়তো যুদ্ধক্ষেত্রেই প্রাণ ত্যাগ কম্ভে হবে। এই ব্যালা
পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/৪৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।