পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পুরু-বিক্রম নাটক। প্রথম অঙ্ক | প্রথম গভঙ্কি । কুলু পৰ্ব্বত প্রদেশ। রাণী ঐলবিলার প্রাসাদের সম্মুখীন উদ্যান। চতুষ্পার্শে পৰ্ব্বত দৃশু। সুশোভনা। রাজকুমাবি ! এই যে সে দিন আপনি সেখানে গেলেন, আবার এর মধ্যেই যাবেন ? ঐলবিলা। সে দিন গিযে আমি পঞ্জাব প্রদেশস্থ সমস্ত রাজকুমারগণকে যবনদের বিরুদ্ধে উত্তেজিত করে দিয়ে এসেছি। তারা সকলেই বিতস্তা নদীর কূলে শিবির সন্নিবেশিত করে, একত্র সম্মিলিত হবেন, আমার নিকট অঙ্গীকাব করেছেন। আমিও আজ সসৈন্তে সেখানে গিয়ে তাদের সহিত মিলিত হব। সখি। যতদিন না যবনেরা আমাদের y