পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

फूडौग्न अङ्क । 8ማ রয়েছেন নেত্রপাতি, দে’খ যেন যশোভাতি না হয় মলিন;–থাকে ক্ষত্ৰকুল নাম ॥ স্বদেশ উদ্ধার তরে, মরণে যে ভয় করে, ধিক্ সেই কাপুরুষে, শত ধিক তারে, পচুক সে চিরকাল দাসত্ব আঁধারে। স্বাধীনতা বিনিময়ে, কি হবে সে প্রাণ লয়ে, যে ধরে এমন প্রাণ ধিক্ বলি তারে। যায় যাক প্রাণ যাক, স্বাধীনতা বেঁছে থাকৃ, বেঁচে থাক চিরকাল দেশের গৌরব। বিলম্ব নাহিক আর, খোল সূবে তলবার ঐ শোন ঐ শোন যবনের রব । এইবার বীরগণ কর সবে দৃঢ় পণ, মরণ শরণ কিম্বা যবন নিধন, যবন নিধন কিম্বা মরণ শরণ, শরীর পতন কিম্বা বিজয় সাধন । সৈন্যগণ। (উৎসাহের সহিত । ) মরণ শরণ কিম্বা যবন নিধন,