& & পুরু-বিক্রম নাটক । পরম্পর দেখা হয়েছে। উঃ! কি ভয়ানক যুদ্ধ! কোলাহল ক্রমেই নিকট হয়ে আস্চে দেখুচি। এখন আমি কোথায় পালাই ? একে এই ঘোর অন্ধকার, জনপ্রাণী দেখা যাচ্চে না—তাতে আবার মুহুর্মুহু বজধানি হচ্চে, এ সময় আমি যাই কোথায় ? হে ভগবান! আমাকে এইবার রক্ষা কর। কেন মতে আমি এখানে খবর দিতে এসে ছিলেম আ! কি বিপদেই পড়েছি! এই যে একটু আলো হয়েছে দেখুচি, ঝড়টাও থেমেছে, এইবার একটা পালাবার রাস্তা দেখা যাক, উঃ কি ভয়ানক কোলাহল ! ( নেপথ্যে—“সকলে শ্রবণ কর! ক্ষত্রিয় সৈন্তাগণ, যুদ্ধে ক্ষান্ত হও” ) ( পুনরায় নেপথ্যে—“গ্রিশীয় সৈন্তগণ ! তোমরাও ক্ষান্ত হও, রাজা পুরু কি বলেন শোন।” ) ওকি ও ! বোধ হয় আমাদের মহারাজের পরাজয় হয়েছে, আর এখানে থাকা না । ( গুপ্তচরের পলায়ন । ) সৈন্যগণের সহিত সেকন্দরসার প্রবেশ । সেকন্দরসা। গ্রিশীয় সৈন্তগণ! রাজা পুক কি বলেন শোন। ওঁর সমস্ত সৈন্তই তো প্রায় বিনষ্ট হয়ে গেছে। বোধ হয়, উনি এখন অস্ত্র পরিত্যাগ করে আমার শরণাপন্ন হচ্চেন । কতিপয় সৈন্যের সহিত পুরুর প্রবেশ। পুরু। সকলে শ্রবণ কর, আমি সেকন্দরসাকে দ্বন্দ্ব যুদ্ধে আহ্বান কচ্চি। আমাদের দুইজনে মূখন যুদ্ধ হবে, তখন উভয় পক্ষীয় সৈন্তকে নিরস্ত থাকতে হবে। এ প্রস্তাবে সেকন্দবসা সম্মত আছেন কি না ?
পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/৫৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।