পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(; 8 পুরু-বিক্রম নাটক। এফেষ্টিযুন। আজ্ঞা মহারাজ ! ( যাইতে যাইতে সৈন্যগণের প্রতি ) তোমরা এখানে থাক, আমি এলেম ব'লে। ( দুই তিন জন রক্ষকের সহিত ব্যস্ত সমস্ত হইয়া এফেষ্টিনের প্রস্থান।) পুরুর সৈন্যগণ। মহারাজ যে মৃচ্ছ হয়েছেন দেখছি, এস আমরা এখন একে ধরাধরি করে আমাদের শিবিরের মধ্যে নিয়ে যাই। (মুছাপন্ন পুরুকে তুলিয়া সৈন্তগণের গমনোদ্যোগ।) যবন সৈন্যগণ। আমাদের বন্দীকে তোরা কোথায় নিয়ে যাস্ ? রাখু এখানে, না হলে দেখতে পাবি। পুকুর-সৈন্তগণ। (অসি নিস্কোষিত করিা) কি, মহাবীর পুরু যবনের বন্দী ! আমরা একজন বেঁচে থাকৃতেও যুবনকে কখনই মহা রাজের গাত্র স্পর্শ কত্তে দেব না। যবন সৈন্যগণ। (অগ্রসব হইয়া ও অসি নিস্কোষিত করিয়া ) কি ! এখনও বল প্রকাশ ? রাখ, এখানে চলচি। ( কলহ কবিতে করিতে উভয় সৈন্যের প্রস্থান। )