পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(:bሥ পুরু-বিক্রম নাটক । ঐলবিলা। এই নেও, ভূমি আমার বড় উপকার করে। (পত্র প্রদান । ) উদাসিনী। ও কথা বলবেন না রাজকুমারি! আমার ব্ৰতই এই। আমি চল্লেম। (উদাসিনীর প্রস্থান । ) ঐলবিলা। (স্বগত) অ’ । পত্ৰখানি পাঠিয়ে যেন আমার হৃদয়ের ভার অনেকটা লাঘব হল। অস্বালিকার প্রবেশ । ঐলবিলা। (অম্বালিকার প্রতি) রাজকুমারি! আমাকে রক্ষকগণ শিবিরের বাহিরে যেতে দিচ্চে না কেন ? তবে কি আমি এখানে বন্দী হলেম ? আপনার ভাই মুখে বলেন যে, তিনি আমাকে ভাল বাসেন। এই কি তার প্রেমের পরিচয় ? কোথায় আমি বিশ্বস্ত চিত্তে র্তার এখানে এলেম, না তিনি কি না বিশ্বাসঘাতক হয়ে আমার স্বাধী, নতা হরণ কল্লেন ? অম্বালিকা। ও কথা বলবেন না রাজকুমারি । তিনি তো বিশ্বাসঘাতকের ন্যায় কাজ করেন নি, বরং তিনি প্রণয়িজনের হাই বাবার করেছেন। এই ভুল সংগ্রামের সময় আপনাকে যে এখান হতে বেরুতে দিচ্চেন না, এতে তো তার প্রগাঢ় প্রেমেরই পরিচয় পাওয়া যাচ্চে। এই সময়ে কি কোন স্ত্রীলোকের বাহিরে বেরন উচিত ? এ স্থানটা দেখুন দেকি কেমন নিরাপদ-কেমন চারিদিকেই শান্তি –