পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক । Q কুমারগণ উৎসাহিত হয়ে, মাতৃভূমি রক্ষার জন্য একত্রিত হবেন। সকল রাজকুমার একত্রিত না হলেও আবার আলেক্‌জ্যাণ্ডারের অসংখ্য সেনার উপর জয় লাভের কিছুমাত্র সম্ভাবনা নাই। সুশোভনা । (মুহাসিনীর প্রতি) যদি এরূপ হয় ভাই তা হলে আমাদের রাজকুমারীর প্রতিজ্ঞাতে কোন দোষ হচ্ছে না। সুহাসিনী । (হাস্ত করত) ও ভাই বুঝেছি, আমাদের রাজকুমারী এক বাণে দুই পাখি মাতে চান। আপনার আস্তবিক প্রেমের ব্যাঘাত হবে না, অথচ দেশকে উদ্ধাব কত্তে হবে। ঐলবিলা। আজ ভাই আমার হাসি খুসি ভাল লাগচে ন}, তোমাদেব সব ছেড়ে যেতে হচ্চে। না জানি, আবার কবে তোমাদের সঙ্গে দেখা হবে। - সুহাসিনী । ও কথা আপনি মুখে বলচেন । পুকবাজকে পেলে আপনার কি তখন আমাদের মনে থাকবে ? একজন রক্ষকের প্রবেশ । রক্ষক। মহাবাণীব জ্য হউক! এক জন গায়িক দ্বারে দণ্ডায়, মান আছে, সে আপনাব সহিত সাক্ষাৎ কত্তে ইচ্ছা করে। ঐলবিলা। আমার আর অধিক সময় নাই। আচ্ছা তাকে এক বাব আসতে বল। গায়িকীর প্রবেশ । গায়িকা। রাজকুমারি ! আমি শুনেছি, স্বদেশের প্রতি আপ,