পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

やかど পুরু-বিক্রম নাটক । একজন রক্ষকের প্রবেশ । রক্ষক। মহাবাজ । তক্ষশীল। মহাবাজ পুক কোথায় আছেন, জনিস ? রক্ষক। মহারাজ ! আমি শুনেছি, তিনি তার শিবিবে আছেন । তক্ষশীল। আচ্ছা—দেপ্ত, তুষ্ট তোব পোষাক টোসাক খুলেফেলে সামান্য বেশে এই পএখনি নিয়ে পুবরাজের হস্তে দিয়ে আয। তিনি যদি বিশেষ কবে জিজ্ঞাসা কবেন, তা হলে এই বকম বলবি ; – “আমি বাণ ঐলবিলাব একজন প্রজা, সম্প্রতি আমার দেশ থেকে এসেছি। এখানকার কাউকে আমি চিনিনে, রাণীব সঙ্গে পথে সাক্ষাৎ হওয়াতে তিনি আমাকে বল্লেন যে, বাজ৷ তক্ষশীল রণক্ষেত্রে রয়েছেন, তাকে এই পত্ৰখানি গোপনে দিয়ে এস। এই কথা ব’লে, তিনি রাজা তক্ষশীলেব শিবিবে চলে গেলেন। তাই আমি এখানে এসেছি।” এর মধ্যে যেটা জিজ্ঞাসা করলেন, ঠিক তারি উত্তর দি ; বেশি কথা বলিস্নে,—বুঝিছি ? বক্ষক । আমি বুঝেছি মহাবাজ । পত্র লইলা রক্ষকের প্রস্থান । ) অম্বালিক। আচ্ছা মহারাজ ! যুদ্ধের পর সেকনরিসাব সঙ্গে কি আপনার দেখা হযেছিল ? তিনি কি আমাদের কথা কিছু জিজ্ঞাসা করেছিলেন ? তক্ষশীল। দেখা হয়েছিল : কি । তিনি যুদ্ধে জয় লাভ করে,