চতুর্থ অঙ্ক । 9 আপনাকে যুদ্ধে যেতে বলব না। কৈ—পুকরাজ কৈ ? হায়! আমি কেন বৃথা অরণ্যে রোদন কচ্চি ? আমার কথা বায়ুতে বিলীন হয়ে যাচ্ছে। পুরুরাজ! তোমার কি ইচ্ছা যে, আমি যবনের অধীনতা স্বীকার করব ? তবে কেন তুমি আমাকে উদ্ধার কৰ্ত্তে আসচ না ? আমি শুনচি আজ যবনরাজ আমাকে সান্থনা কববাব জন্য এখানে আসবেন, আসুন। যবনের সাধ্য নেই যে আমাকে ভুলায়। পুকরাজ ! তুমি এ বেশ জানবে, আমি তোমার অধোগ্য নই। তুমি যেমন বাব-পুরুষের ত্যায় প্রাণত্যাগ করেছ—আমিও তেমনি বীরপত্নীর দ্যাগ তোমাবই অমৃণামিনী হব । সে কন্দর সার প্রবেশ । ঐলবিলা । ( সেকন্দরসাকে দেখিয়া ) এগালে আপনি কেন ? পরের ক্ৰন্দন শুনতে আপনার কি ভাল লাগে ? বিবলে বসে ক্ৰন্দন কববার আমব যে একটু স্বাধীনতা আছে, সে স্বাধীনতাটুকু হতেও কি আপনি আমাকে বঞ্চিত করবেন ? ক্ৰন্দনেও কি আমার স্বাধীনত নাই ? সেকন্দর। রাজকুমাবি ! ক্ৰন্দন করুন আমি আপনাকে নিবারণ কত্তে চাইনে। আপনাব ক্ৰন্দনের যথেষ্ট কারণ আছে। কিন্তু আপনি যে অশুভ সংবাদ শুনেছেন, তা মিথ্যা হলেও হতে পারে। কারণ জনববের কথা কিছুই বলা যায় না । পুকবাজের স্যায় সাহসী বাবপুরুষ আমি আর কোথাও দেগিনি । যদিও আমি তাব শত্ৰ ; У о
পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/৭৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।